টেক বার্তা

৩ লক্ষ টাকার রেঞ্জে কিনে নিতে পারবেন নতুন Renault Triber, দেখে নিন অফার

যে সমস্ত ওয়েবসাইট পুরনো গাড়ির ব্যবসা করে সেই সমস্ত ওয়েবসাইটে বর্তমানে এই গাড়িটি উপলব্ধ রয়েছে

Advertisement
Advertisement

বর্তমানে ভারতে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই অবস্থায় দাড়িয়ে সকলেই চাইছেন যেন নিজের একটা গাড়ি থাকুক। কিন্তু সকলের কাছে হয়তো সেরকম বাজেট নেই। অনেকে আবার খুব একটা বেশি পয়সা খরচ করতে চান না কিন্তু সেই কম পয়সার মধ্যে খুব একটা ভালো গাড়ি পাচ্ছেন না। আপনাদের সকল সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি এমন একটি গাড়ির সন্ধান যা আপনাকে সস্তার মধ্যে দিয়ে দেবে দারুন স্পেসিফিকেশন এবং দুর্দান্ত লুক।

Advertisement
Advertisement

এই গাড়িটি তৈরি করেছে ভারতীয় জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি রেনল্ট এবং এই গাড়িটির নাম দেওয়া হয়েছে Renault Triber। এই গাড়িটি একটি ৭ সিটার গাড়ি এবং এই গাড়িটির এক্স শোরুম দাম মাত্র ৫.৭৬ থেকে ৮.৩২ লক্ষ টাকা। এটি একটি ১০ ভেরিয়েন্ট এর ইঞ্জিন অপশন সহ গাড়ি। এই গাড়িতে আপনারা ২ ট্রানস্মিশন ম্যানুয়াল এবং এ এম টি পেয়ে যাবেন। এছাড়াও এই গাড়ি ১০টি আলাদা আলাদা রংয়ের অপশনে আপনাকে পেয়ে যাবেন। এই গাড়িতে ১৮.২৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেওয়া হচ্ছে।

Advertisement

তবে, এই গাড়িটি আপনি এই মুহূর্তে আরো কম দামের মধ্যে কিনে নিতে পারবেন। আপনারা মাত্র ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে আপনি এই গাড়ি কিনতে পারবেন। যে সমস্ত ওয়েবসাইট মূলত পুরনো গাড়ির ব্যবসা করে, ব্যবহৃত গাড়ির ব্যবসা করে, সেই সমস্ত ওয়েবসাইটেই এই ব্যবহৃত গাড়িটি বিক্রি হচ্ছে। এরকমই একটি ওয়েবসাইট হল Cartrade। এই ওয়েবসাইটে Renault Triber গাড়ির ২০১৯ এর এই মডেল এই মুহূর্তে আপনি মাত্র ৩.৫ লক্ষ টাকায় কিনতে পারছেন। তবে এখানে আপনি কোন রকম ফাইন্যান্স এর সুবিধা পাবেন না।

Advertisement
Advertisement

অন্যদিকে CarAndBike ওয়েব সাইটেও আপনি পেয়ে যাবেন এই মডেলের একটি পুরনো গাড়ি। সম্প্রতি এই ওয়েবসাইটে ২০২২ সালের একটি মডেল উপলব্ধ করে দেওয়া হয়েছে। এটি একটি পুরনো মডেল হলেও এই গাড়িটা এখনো পর্যন্ত একেবারে টিপটপ কন্ডিশনে রয়েছে। বর্তমানে আপনারা এই গাড়িটি কিনতে পারছেন মাত্র ৩.৫ লক্ষ্য টাকা মূল্যে। কোন ফাইন্যান্স এর সুবিধা না থাকলেও এই গাড়ি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন তাও এই দামের মধ্যে কিনেই।

Advertisement

Related Articles

Back to top button