Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম দেখায় নুসরতকে কী উপহার দিয়েছিলেন যশ? শুনে হাসি থামছিল না সৌরভের

রবিবার দাদাগিরির মঞ্চে সস্ত্রীক উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত। এদিন দাদাগিরির মঞ্চে এসে খেলে, জিতে, ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন এই তারকা জুটি। এদিনের বিশেষ পর্বে যশ-নুসরাতের পাশাপাশি উপস্থিত ছিলেন লোপামুদ্রা মিত্র-জয়…

Avatar

রবিবার দাদাগিরির মঞ্চে সস্ত্রীক উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত। এদিন দাদাগিরির মঞ্চে এসে খেলে, জিতে, ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন এই তারকা জুটি। এদিনের বিশেষ পর্বে যশ-নুসরাতের পাশাপাশি উপস্থিত ছিলেন লোপামুদ্রা মিত্র-জয় সরকার, বাবুল সুপ্রিয়-রচনা শর্মা, ওম সাহানি-মিমি দত্ত। এদিন মোট চারটি তারকা জুটি উপস্থিত ছিল দাদাগিরির মঞ্চে। তবে এদিনের এপিসোডের মূল আকর্ষণ যে যশ ও নুসরাতই ছিলেন, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। গল্পে, আড্ডায়, মজায় রীতিমতো জমজমাট ছিল এদিনের দাদাগিরির এপিসোড।এই বিশেষ পর্বে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে একাধিক প্রশ্ন করেছেন দাদা নিজেই। তিনি তাদের জন্য রেখেছিলেন একটি প্রশ্ন-উত্তর পর্ব। সেখানেও তারা একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখে উত্তর দিয়েছেন। এদিন কথায় কথায় যশ দাশগুপ্তকে দাদা প্রশ্ন করেছিলেন প্রথম দেখায় নুসরাত জাহান তার কাছে কি চেয়েছিল? এর উত্তরে অভিনেতা জানান নুসরাত জাহান তার কাছে প্রথম দেখায় প্রোটিন পাউডার চেয়েছিলেন। এই কথা শুনে বাকিদের পাশাপাশি দাদা নিজেও হাসি চেপে রাখতে পারেননি। কিন্তু অভিনেতা এরপর জানান তিনি দেখা করতে গেলেই তার জন্য বিরিয়ানি নিয়ে যেতেন, যা শুনে বেশ খুশিই হলেন দাদা।এরপর একে একে সকলকেই এই একই প্রশ্ন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। এই প্রশ্নের উত্তরে জয় সরকার জানিয়েছেন তিনি লোপামুদ্রা মিত্রকে প্রথম দেখায় সুর দিয়েছিলেন। এই কথা শুনে গায়িকা জল সরকারকে কিপ্টের তাকমা দিয়েছেন। এরপরে বাবুল সুপ্রিয়র স্ত্রী রচনা জানান, প্রথম দিন গায়ক দেখা করতে যাওয়ার সময় তার জন্য ১ কেজি বাদাম, ১ কেজি কাজু বাদাম নিয়ে গিয়েছিলেন। আর এই প্রশ্নের উত্তরে ওম জানিয়েছেন, তিনি প্রথম দেখায় শুধুই বুক ভরা ভালোবাসা দিয়েছিলেন অভিনেত্রীকে। এদিনের দাদাগিরির এপিসোড একেবারে জমজমাট ছিল, তা আর বলার অপেক্ষা রাখছে না।
About Author