মিউজিকবলিউডবিনোদন

ভাঙা মন দিয়ে নিজের শরীর ঢাকলেন অভিনেত্রী Urfi Javed, দেখে অবাক নেটজনতা (Watch Video)

×
Advertisement

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।

Advertisements
Advertisement

খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়েছে সেকথা মানছেন গোটা নেটজনতাও।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওতে অভিনেত্রীকে নিজের মন ভেঙেই পোশাক তৈরি করতে দেখা গিয়েছে। আবাক লাগলো? না উরফির পক্ষে সবই সম্ভব। এবার একটা হার্ট সাইনকে টুকরো করে নিয়েই গলায় ঝুলিয়েছেন তিনি। আর এই ভাঙা মন দিয়েই ঢেকেছেন নিজের গোপন অঙ্গ। সাথে পরেছিলেন কালো ঢিলাঢালা প্যান্টও। আর এই বেশেই নিয়েছিলেন হালকা মেকাপ। পরেছিলেন হালকা লিপস্টিকও। পাশাপাশি নজর কেড়েছে তার চুলের গোলাপি হাইলাইট। সবসময়ের মতো এবারও তার চোখে মুখে বজায় ছিল বোল্ডনেসের ছাপ। এই মুহূর্তে বলাই বাহুল্য, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুকে তুমুল অবাক নেটজনতাও। এমন পোশাক পরেও যে কেউ ক্যামেরার সামনে আসতে পারেন! তা উরফিকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। তবে প্রশংসাতে খামতি রাখেননি তার ভক্তরাও। সেই ঝলক অবশ্য অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই মিলবে।

Related Articles

Back to top button