বলিউডবিনোদন

সতীশ কৌশিকের পর বলিউড হারালো আরও এক তারকাকে, এই প্রবীণ অভিনেতা প্রয়াত

বলিউড দুনিয়া হারালো টিভির খ্যাতনামা অভিনেতা সমীর খাখরকে

×
Advertisement

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। হোলির রঙে রঙিন হয়ে যখন সকলে বসন্ত উৎসব উদযাপন করছিল তখনই এই বলিউড দুনিয়ার সুপারস্টার সতীশ কৌশিক পরলোকগমন করেন। অনেকে তাঁর এই মৃত্যু মেনেই নিতে পারছিলেন না। এই বিরাট ধাক্কার মাত্র ৭ দিন যেতেই আবার বলিউড দুনিয়া থেকে হারিয়ে গেলেন আরেক তারকা। এতে শোকস্তব্ধ হয়ে পড়েছে লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া।

Advertisements
Advertisement

সতীশ কৌশিকের পর এবার দুনিয়া ছেড়ে চলে গেলেন আরেক প্রবীণ জনপ্রিয় বলিউড অভিনেতা। একাধিক সিনেমায় অভিনয় করে এই অভিনেতা হিন্দি সিনেমার জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। স্মৃতিতে সিক্ত বলিউড যাত্রা ছেড়ে আজ অনন্তের পথে এই অভিনেতা। এবার বলিউড দুনিয়া হারালো টিভির খ্যাতনামা অভিনেতা সমীর খাখরকে। তিনি বেশ কিছুদিন ধরেই হসপিটালে ভর্তি ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত জীবন যুদ্ধের এই লড়াইয়ে নতি স্বীকার করেছেন সমীর খাখর।

Advertisements

গতকাল অর্থাৎ ১৫ ই মার্চ মৃত্যু হয়েছে এই প্রবীণ অভিনেতার। এমনিতেই হোলির পরের দিন সতীশ কৌশিকের মৃত্যুতে শোকস্তব্ধ ছিল এই বলিউড ইন্ডাস্ট্রি। শোক সামলে ওঠার আগেই ৭ দিনের মধ্যে আবারও চলে গেলেন আরেক তারকা। ছোটপর্দায় নিজের ক্যারিয়ার শুরু করে বড় পর্দায় সুপারহিট কাজ করেছিলেন এই সমীর খাখর। তবে আর দেখা যাবে না তার অসামান্য শিল্পকলা। কিন্তু প্রত্যেক বলিউডপ্রেমীর মনে গেঁথে থাকবে সমীর খাখরের অভিনয়।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button