বলিউডবিনোদন

Urfi Javed: বোতাম খোলা শার্টে স্পষ্ট অন্তর্বাস, রণবীর সিংয়ের গানে তুমুল নাচলেন উরফি জাভেদ

রিল ভিডিওতে ৪৮ হাজারের বেশি লাইক এসেছে ইতিমধ্যেই

×
Advertisement

‘বিগ বস ওটিটি’ দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। পেশায় তিনি মডেল-অভিনেত্রী। তবে বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। বলা যেতে পারে, বলিউডের পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। সম্প্রতি ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা হতবাক করেছে গোটা নেটজনতাকে।

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন এই মডেল অভিনেত্রী। বিগ বস এবং পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। মাঝে মাঝে তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। এছাড়াও পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। রাস্তার মাঝে কোথাও দেখা হলেই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিমহল। অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত।

Advertisements

সম্প্রতি উরফি জাভেদ নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রী রণবীর সিংয়ের জয়েশভাই জোরদার সিনেমার ‘ফায়ার ক্রাকার’ গানের তালে তুমুল কোমর দুলিয়েছেন। তার পরনে ছিল একটি পার্পেল রঙের শার্ট যার সামনের বেশিরভাগ বোতামখোলা। নিচে স্পষ্ট দেখা যাচ্ছিল অভিনেত্রীর অন্তর্বাস। তবে উরফির স্টাইল স্টেটমেন্ট এর সামনে এমন পোশাক খুবই সাধারণ।

Advertisements
Advertisement

অভিনেত্রী তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, “আমি কোনদিনই রণবীর সিংয়ের এনার্জি লেভেলে পৌঁছাতে পারবো না। কিন্তু তাও এই গানটিতে নাচ করা থেকে নিজেকে বিরত করতে পারলাম না।” এই রিল ভিডিও চোখের পলকে ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওতে ৪৮ হাজারের বেশি লাইক এসেছে। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং ভিডিওটিকে শেয়ার করেছেন। একজন তো রসিকতা করে কমেন্ট করেছেন যে এই ভিডিও তিনি খুব একটা উপভোগ করতে পারেননি কারণ অভিনেত্রী পুরো পোশাক পরে রয়েছেন। আসলে অভিনেত্রীর খোলামেলা পোশাক পরার আদব-কায়দাকে ব্যঙ্গ করে তিনি এমন কমেন্ট করেছেন।

Related Articles

Back to top button