নিউজদেশ

UPI transaction: এবারে বিদেশেও করতে পারবেন UPI দিয়ে লেনদেন, PM মোদি শুরু করে দিলেন নতুন সুবিধা

সারাদেশে এই UPI মাধ্যমে লেনদেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিগত কয়েক বছরে

Advertisement
Advertisement

সারা দেশে অনলাইন লেনদেনের প্রচারের জন্য, ভারতের প্রধানমন্ত্রী মোদি UPI-এর সুবিধা শুরু করেছিলেন। তবে এবারে এই সিস্টেমের অনেকটাই উন্নতিসাধন করেছে ভারত সরকার। এখন এই সুবিধার আওতায় বৈশ্বিক লেনদেনও করতে পারবেন আপনি। আজ পিএম মোদি বলেছেন যে, ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং সিঙ্গাপুরের ‘পে নাউ’ সিস্টেম একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এই দুটি প্ল্যাটফর্ম এবারে একসাথে কাজ করতে পারবে। এর মাধ্যমে আপনি বিশ্বের একাধিক জায়গায় করতে পারবেন লেনদেন। শুধু তাই নয়, এই সম্পর্ক স্থাপন দুটি দেশের ভবিষ্যতের আর্থসামাজিক এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও একটি বড়ো ভূমিকা গ্রহণ করবে।

Advertisement
Advertisement

UPI এখন ভারতের সবথেকে পছন্দের পেমেন্ট সিস্টেম

Advertisement

PM মোদি UPI-কে ভারতের সবচেয়ে পছন্দের পেমেন্ট সিস্টেম হিসাবে বর্ণনা করেছেন এবং আশাবাদী হয়ে ঘোষণা করেছেন, এটি শীঘ্রই নগদ লেনদেনকেও ছাড়িয়ে যাবে। ক্যাশ লেনদেন কখনোই একটি দেশের জন্য ভালো বিষয় নয়। তাই যদি অনলাইন পেমেন্ট জনপ্রিয় হয়ে যায়, তাহলে একদিকে যেমন ভারতের আর্থিক ক্ষেত্রে সুবিধা হবে, পাশাপাশি কর গ্রহণের ক্ষেত্রেও গতি আসবে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি সিয়েন লুং-এর উপস্থিতিতেই ‘ইউপিআই’ এবং সিঙ্গাপুরের ‘পে নাউ’ সিস্টেমের মধ্যে সংযোগ সুবিধার সূচনা উপলক্ষে মোদি এই কথা বলেন ।

Advertisement
Advertisement

সিঙ্গাপুরের লোকেরাও লেনদেন করতে পারবেন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং সিঙ্গাপুর মনিটারি অথরিটির ব্যবস্থাপনা পরিচালক রবি মেনন একসাথে এই সুবিধা শুরু করেছেন। মোদি এদিন বললেন, “আজকের এই লঞ্চ ‘ক্রস বর্ডার ফিনটেক কানেক্টিভিটি’-র একটি নতুন অধ্যায় শুরু করছে। আজকের পরে, সিঙ্গাপুর এবং ভারতের লোকেরা নিজেদের মধ্যে মোবাইল ফোন থেকে অর্থ লেনদেন করতে পারবেন, যেমন তারা এতদিন নিজের দেশের মধ্যে করতেন।

কারা উপকৃত হবে?

তিনি বললেন যে, এই সুবিধাটি বিশেষ করে এনআরআই, ছাত্র, পেশাদার এবং তাদের পরিবারকে উপকৃত করবে। প্রধানমন্ত্রী মোদি বললেন ২০২২ সালে, UPI এর মাধ্যমে ১,২৬,০০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের লেনদেন হয়েছে। আর এই দুটি প্ল্যাটফর্ম জুড়ে যাওয়ায় এই লেনদেন আরো বাড়বে। তিনি বলেন, “ইউপিআই-এর মাধ্যমে এত বেশি সংখ্যক লেনদেন দেখায় যে, এই দেশীয় পন্থায় ডিজাইন করা পেমেন্ট সিস্টেমটি খুবই নিরাপদ এবং যথেষ্ট যুগোপযোগী।”

Advertisement

Related Articles

Back to top button