খেলাক্রিকেট

IND vs ENG: টেস্ট ক্রিকেটে অনন্য নজির, তিন শতাধিক রান তাড়া করে ৪টি ম্যাচ জিতল ইংল্যান্ড

দলের হয়ে চেতেশ্বর পুজারা ব্যক্তিগত ৬৬ এবং ঋষভ পন্থ ব্যক্তিগত ৫৫ রানের ইনিংস খেলেন। ২৪৫ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হলে ৩৪৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

×
Advertisement

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে এক অনন্য রেকর্ড গড়েছে বেন স্টোকের ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ব্যর্থতা ছিল ইংল্যান্ডের ম্যাচ জয়ের প্রধান হাতিয়ার। ২০২১ সালে শুরু হওয়া টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ মাটিতে গড়িয়েছিল চলতি মাসের প্রথম দিনে। ভারতেরও ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে কাঙ্খিত লক্ষ্য অর্জন করার সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ।

Advertisements
Advertisement

টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ভারতের তারকা ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতার পরেও ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার জোড়া শতকের পর সম্মানজনক স্কোর অর্জন করতে সক্ষম হয় ভারত। রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে ব্যক্তিগত ১৪৬ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন ঋষভ পন্থ। অন্যদিকে রবীন্দ্র জাদেজা খেলেন ব্যক্তিগত ১০৪ রানের ইনিংস। মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের উপর নির্ভর করে ভারত প্রথম ইনিংস শেষে ৪১৬ রান সংগ্রহ করে।

Advertisements

৪১৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে, ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংরেজ বাহিনী। জনি বেয়ারস্টো ব্যক্তিগত ১০৬ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড সব কটি উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত ৩টি এবং সিরাজ ব্যক্তিগত ৪টি উইকেট দখল করেন।

শত রানের লিড নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দলের হয়ে চেতেশ্বর পুজারা ব্যক্তিগত ৬৬ এবং ঋষভ পন্থ ব্যক্তিগত ৫৫ রানের ইনিংস খেলেন। ২৪৫ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হলে ৩৪৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে জো রুট ব্যক্তিগত পরাজিত ১৪২ এবং জনি বেয়ারস্টো অপরাজিতা ১১৪ রানের ইনিংস খেলেন। ফলশ্রুতিতে খুব সহজে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এই নিয়ে চারবার তিন শতাধিক রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড গড়ল।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button