বিনোদনব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Nora Fatehi: সুইমিং পুলের ধারে নোরা ফাতেহীর বোল্ড ফটোশুট, পোশাকের ফাঁকে অন্তর্বাস, দেখুন ভিডিও

গ্ল্যামার ওয়ার্ল্ডের হটলিস্ট এর প্রথম সারিতেই থাকেন নোরা ফাতেহী

Advertisement
Advertisement

নোরা ফাতেহী বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেশ পপুলার হয়ে উঠেছেন। একের পর এক হিট আইটেম সং এ দুর্দান্ত নাচ প্রদর্শনের পরে তিনি বর্তমানে প্রায় সকলের পরিচিত মুখ। এক কথায় বলতে গেলে নোরা ফাতেহি ও হটনেস একই মুদ্রার দুই পিঠ। তাঁর কিলার এক্সপ্রেশনে ক্লিন বোল্ড হয়ে যায় পুরুষ নেটিজেনরা। বর্তমানে গ্ল্যামার ওয়ার্ল্ডে সর্বদাই লাইমলাইটে থাকেন এই অভিনেত্রী। একের পর এক ভিডিও ভাইরাল হয় নোরার।

Advertisement
Advertisement

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি

নোরা ফাতেহি তাঁর অসাধারণ সুন্দর নাচের স্টেপ এর জন্য বেশ পরিচিত সকলের কাছে। আট থেকে আশি সকলেই এই নোরা ফাতেহিকে চেনেন। তাঁর ‘সাকি সাকি’, ‘দিলবার’, ‘কামারিয়া’ মিউজিক ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের হটলিস্ট এর প্রথম সারিতেই থাকেন এই অভিনেত্রী। মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তাঁর অভিনয় মন জয় করেছে অনেকেরই। বলা যেতে পারে, নৃত্যশৈলীর দমে নোরা ফাতেহি বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছে। এমনকি সেই সুবাদে আজকাল অনেক ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হচ্ছেন তিনি।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

আজকাল অন্যান্য সেলিব্রেটিদের মত নোরা ফাতেহিও সর্বদা পাপ্পারাজিদের নজরে থাকেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে নোরার একটি ভিডিও যেখানে নোরা ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। এই ভিডিওতে দেখা গেছে নোরা একটি পিঙ্ক রংয়ের ডিজাইনার ওয়ানপিস পোশাক পরে আছেন। পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে অন্তর্বাস। একটি সুইমিং পুলের ধারে লাস্যময়ী কায়দায় পোজ দিয়ে ফটোশুট করছেন এই অভিনেত্রী। এই ভিডিওটি প্রচুর মানুষ লাইক করছেন। এতে কেউ কমেন্ট করে বলেছেন, ‘লাভলি পোজ‘। আবার কেউ ‘লাভ‘ বা ‘ফায়ার‘ ইমোজী কমেন্ট করেছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button