ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই প্রকল্পের অধীনে স্বামী স্ত্রী একসাথে অ্যাকাউন্ট খুলতে পারেন, সুদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে

আপনি যদি এই অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে

Advertisement
Advertisement

আপনার বাড়তি খরচ আপনার পকেট খালি করে দিতে পারে। এই কারণে এমন পরিস্থিতিতে আপনাকে এখন প্রতিমাসে একটা নিয়মিত আয় করতে হবে। আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অ্যাকাউন্ট তৈরি করে আপনার আয় বাড়াতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন স্কিম। ভারত সরকারের POMIS প্রকল্পে স্বামী স্ত্রী একসাথে অ্যাকাউন্ট খুলে আপনারা বিনিয়োগ করতে পারেন এবং পেতে পারেন ব্যাপক রিটার্ন। এতে টাকা হারানোর কোন ব্যাপার নেই এবং কোন দিকেই কোন ঝুঁকি নেই। আপনি পোস্ট অফিসের এই মাসিক আয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করে খুব সহজেই পেতে পারেন দারুন রিটার্ন।

Advertisement
Advertisement

এই প্রকল্পে টাকা জমা করলে আপনি প্রতি মাসে টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর এবং এতে সিঙ্গেল বা জয়েন্ট একাউন্ট আপনারা খুলতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে এই প্রকল্পে উপলব্ধ সুদ অক্টোবর মাস থেকে বাড়ানো হয়েছে। আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনাকে ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনি কত টাকা বিনিয়োগ করে কত টাকা পেয়ে যাবেন এই প্রকল্প থেকে।

Advertisement

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যদি আপনি মান্থলি ইনকাম স্কিম প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে আপনি সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত একটি জয়েন্ট একাউন্টে বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারেন একটি সিঙ্গেল একাউন্টে। ২ থেকে তিনজন একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে কেউ যদি যৌথ একাউন্টের পরিবর্তে সিঙ্গল অ্যাকাউন্ট করতে চান তাহলে সেটাও করা সম্ভব। আপনি যদি এক থেকে দুই বছরের মধ্যে টাকা তোলেন তাহলে আপনাকে ২ শতাংশ টাকা কেটে তারপর টাকা দেওয়া হবে। তিন বছর পরে যদি আপনি টাকা তোলেন তাহলে আপনাকে এক শতাংশ টাকা কাটা হবে। বাকি টাকা আপনাকে দেওয়া হবে, যথাযথভাবে।

Advertisement
Advertisement

আপনি যদি এই প্রকল্পে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পরে ৭.৪ শতাংশ হারে ৩,০৮৪ টাকা সুদ পেয়ে যাবেন। আপনার মোট সুদ হবে ১ লক্ষ ৮৫ হাজার টাকা। এর অর্থ হলো আপনি যদি পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি এই অ্যাকাউন্টের মেয়াদ পূর্তিতে ১ লক্ষ ৮৫ হাজার টাকা সুদ পেয়ে যাবেন। একই সময়ে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ৩ হাজার টাকারও বেশি আসতে থাকবে।

Advertisement

Related Articles

Back to top button