Today Trending Newsদেশনিউজ

বিদেশমন্ত্রকের কড়া বার্তা, CAA নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত

Advertisement
Advertisement

সিএএ নিয়ে নানা সমস্যা চলছেই। শুধু দেশ নয় বিদেশেও এর প্রভাব পড়েছে। এবার এই সিএএ- কে নিয়ে ভারত কড়াবার্তা দিয়েছে রাষ্ট্রসংঘকে। বিদেশমন্ত্রক রবীশ কুমার স্পষ্ট বলেছেন ” সিএএ ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং একটি সার্বভৌম রাষ্ট্রের পার্লামেন্টের আইন প্রণয়নের অধিকার আছে। আমরা মনে করি কোন বিদেশ পক্ষের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই”। তিনি আরও বলেন যে সিএএ সাংবিধানিক ভাবে বৈধ।

Advertisement
Advertisement

সংবিধান মেনেই এই আইনটি তৈরি করা হয়েছ সিএএ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি হস্তক্ষেপের আর্জি দাখিল করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ বা (UNHRC)। বিদেশমন্ত্রক টুইটে আরও বলেন যে সোমবার জেনেভাতে ভারতীয় রাষ্ট্রদূতকে পুরো বিষয়টি জানান রাষ্ট্রসংঘের কমিশনার।

Advertisement

আরও পড়ুন : ‘দিল্লির হিংসা বাংলায় কখনও হবে না’, বিজেপিকে নিশানা করে বললেন মমতা

Advertisement
Advertisement

সিএএ নিয়ে আসামে অনেক হিংসার সৃষ্টি হয়। আসাম শান্ত হবার পর মেঘালয়ের পরিস্থিতি অশান্ত হয়েছে। পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন বিভিন্ন স্টেশনে ও ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। যার জন্য সরকারের বহু সম্পত্তি নষ্ট হয়েছিল। তবে দিল্লির হিংসা এই সব কিছুর উর্ধে চলে যায়। এখনও পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কিন্তু যতই দাঙ্গা আর হিংসা ছড়াক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন যে এই আইন বাতিল করা হবে না। সংবিধান মেনেই আইন করা হয়েছে। যদিও এই তথ্য মানতে নারাজ বিরোধীরা। এই আইনের মামলা সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেছে। বিদেশমন্ত্রক ভারতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ একদম চান না সেটা বলে দিয়েছেন। এরকম পরিস্থিতিতে সাউথ ব্লকে রাষ্ট্রসংঘের বেঞ্জির পদক্ষেপ চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছ।

Advertisement

Related Articles

Back to top button