নিউজ

Indian Railways: গরমের ছুটিতে নিশ্চিন্তে চাপুন ট্রেনে, যাত্রীদের জন্য এই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

Advertisement
Advertisement

যাত্রীদের সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে প্রায়ই নিউ না কিছু ব্যবস্থা নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সফর করেন বিভিন্ন ট্রেনে। দূরপাল্লার সফর হোক বা কাছাকাছি কোনো দূরত্ব, ভারতীয় রেলের সফরকালীন সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবার দিকে ঝোঁকেন অনেকেই। আর যাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন নানান ব্যবস্থা গ্রহণ করে থাকে ভারতীয় রেল।

Advertisement
Advertisement

এবার ট্রেনে অতিরিক্ত ভিড় কমাতে একজোড়া স্পেশাল ট্রেন নিয়ে এল উত্তর পূর্ব সীমান্ত রেল। নতুন সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালু করতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই ট্রেনের সাহায্যে নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে একই দিনে ২২.৩৫ ঘন্টায় হাওড়া পৌঁছানো যাবে। ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচণ্ড ভিড় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে।

Advertisement

সেই সঙ্গে সামার স্পেশ্যাল সুপারফাস্ট ট্রেনও শুরু করতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। জানা যাচ্ছে, ০২৩০৯/০২৩১০ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া ট্রেনটি দুই রুটেই সাতটি করে চলাচল করবে। ০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড় স্পেশাল ট্রেনের পরিষেবাও বাড়ানো হয়েছে ২০ মে থেকে ২৪ জুন পর্যন্ত। প্রত্যেক সোমবার করে চলাচল করবে এই ট্রেনটি। ফেরার সময় ০৭০৪৭ ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানো হয়েছে ২৩ মে থেকে ২৭ জুন পর্যন্ত। এই ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার করে চলাচল করবে।

Advertisement
Advertisement

অন্যদিকে ০২৩০৯ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন তারিখে চলাচল করবে। প্রতি বুধবার সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা হয়ে একই দিনে ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে এই ট্রেনটি। ফেরার সময় ০২৩১০ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন তারিখে চলাচল করবে। প্রতি বুধবার দুপুর তিনটেয় নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে একই দিনে ২২.৩৫ মিনিটে হাওড়া পৌঁছাবে এই স্পেশ্যাল ট্রেনটি।

Related Articles

Back to top button