টেক বার্তা

এই ১২৫ সিসি ধানসু স্পোর্ট বাইকগুলি মাত্র ১ লক্ষ টাকায়, জানুন কীভাবে পাবেন

এই বাইকের তালিকায় যেমন রয়েছে হিরো তেমনি রয়েছে বাজাজ ও টিভিএস

Advertisement
Advertisement

ভারতীয় বাজারে এখন একাধিক সেরা সেরা বাইক পাওয়া যায়। বাইক ভারতের অন্যতম একটি জনপ্রিয় যান। অন্যদিকে, আমরা যদি ১২৫ cc এর কথা বলি, তাহলে আপনি এখানে মাত্র ১ লাখ টাকার মধ্যে পেতে পারেন ভালো ভালো বাইক। আজকে এই আর্টিকেলে আমরা সেই বাইকগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলি ১২৫ সিসি সেগমেন্টে খুব স্পোর্টি লুকের সাথে আসে।

Advertisement
Advertisement

TVS Raider 125

Advertisement

TVS Raider দুর্দান্ত মাইলেজের পাশাপাশি একটি সাশ্রয়ী প্রাইস ট্যাগ নিয়ে আসে। এর সামনে ক্রস-স্টাইল এলইডি ডিআরএল সহ অ্যাঙ্গুলার অল-এলইডি হেডল্যাম্প রয়েছে। এর সাথে এর ফুয়েল ট্যাঙ্ক দেখতে পেশীবহুল। আপনি যদি একটি ১২৫ সিসি বাইক কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনি এটিকে একটি বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। এর দাম প্রায় ৯০ হাজার টাকা।

Advertisement
Advertisement

বাজাজ পালসার 125 কার্বন ফাইবার সংস্করণ

নতুন বাজাজ পালসার ১২৫ কার্বন ফাইবার সংস্করণের দাম সম্পর্কে কথা বললে, এর সিঙ্গেল সিট ভার্সনটি মাত্র ৮৯,২৫৪ টাকায় কেনা যাবে। আর এর স্প্লিট সিট ভার্সনটি ৯১,৬৪২ টাকা দামে আনা হয়েছে। এই বাইকটি নীল এবং লাল এই দুটি রঙে কেনা যেতে পারে।

হিরো গ্ল্যামার এক্সটেক

Glamour Xtec বাইকটিতে সাইড-স্ট্যান্ড ভিজ্যুয়াল ইন্ডিকেশন রয়েছে এবং এই বাইকটিই প্রথম ইন-সেগমেন্ট ‘সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ’ বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসে। শুধু তাই নয়, এই মোটরসাইকেলে একটি ব্যাঙ্ক-অ্যাঙ্গেল-সেন্সরও দেওয়া হয়েছে, যার কারণে বাইক পড়ে গেলে ইঞ্জিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এর দাম দিল্লির এক্স-শোরুমে প্রায় ৮৪ হাজার টাকা।

Advertisement

Related Articles

Back to top button