বলিউডবিনোদন

৮’ই মার্চ মুক্তি পাচ্ছে না রণবীর-শ্রদ্ধার নতুন ছবি, দিন বদলের বড় কারণ জানুন

×
Advertisement

এই মুহূর্তে বড়পর্দায় একাধিক ছবি মুক্তি পেয়েছে। আরো বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলির মধ্যে অন্যতম লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যা মাক্কার’। ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। ৮’ই মার্চ বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে একটি বড় কারণে ছবি নির্মাতারা পাল্টেছেন ছবি মুক্তির দিন। সেই প্রসঙ্গেই তথ্য প্রদান করা হয়েছে এই নিবন্ধের সূত্র ধরে।

Advertisements
Advertisement

লাভ রঞ্জন পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। ছবির ট্রেলার দেখার পর থেকেই দর্শকদের মাঝে এই ছবি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। ট্রেলার দেখেই ছবিটি দেখার জন্য উচ্ছ্বসিত অধিকাংশ দর্শকমহল। অপেক্ষায় রয়েছেন রণবীর ও শ্রদ্ধার অনুরাগীরাও। তবে হঠাৎ করেই ছবি মুক্তির দিন বদলে দিয়েছেন ছবি নির্মাতারা। হঠাৎ কেন এই বদল? কবেই বা মুক্তি পেতে চলেছে এই ছবি? বিস্তারিত জেনে নিন।

Advertisements

Advertisements
Advertisement

চলতি মাসেই হোলি। হোলি ভারতের অন্যতম জনপ্রিয় রঙের উৎসব। হোলিতে কিংবা দোল উৎসবে সকল মানুষ রঙের জাদুতে সেজে ওঠেন। এবার সেই হোলির ছুটিকে কাজে লাগাতেই ৮’ই মার্চের পরিবর্তে ৭’ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যা মাক্কার’। ছবির নির্মাতারা মুক্তির তারিখ এগিয়ে এনেছেন একদিন। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই খুশিতে ভেসেছে অপেক্ষায় থাকা দর্শকরাও। আবারো লাভার বয় হিসেবেই পর্দায় দেখা যাবে রণবীর কাপুরকে, যা ট্রেলারেই স্পষ্ট হয়েছে। এবার এটাই দেখার রণবীর-শ্রদ্ধার অনস্ক্রিন জুটি ঠিক কতটা নজর কাড়তে পারে সাধারণ দর্শকদের।

Related Articles

Back to top button