নিউজরাজ্য

New Garia-Ruby Metro Railways: সমস্যাটা ঠিক কোথায়? কেন বারবার ডেডলাইন ফেল করছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইন?

এই নিয়ে মোট তিনবারের জন্য ডেড লাইন ফেল করলো কলকাতা মেট্রো লাইন সিক্স

×
Advertisement

এখনো পর্যন্ত কলকাতা বাসীর জন্য মেট্রো পরিষেবা চালু করতে পারল না কলকাতা মেট্রো রেলওয়ের অরেঞ্জ লাইন। ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলেও, এই মেট্রো সম্পর্কে তেমন কোনো ঘোষণা নেই। হঠাৎ আরো একবার ডেড লাইন ফেল করল কলকাতা মেট্রো এই লাইন। এই নিয়ে একনাগাড়ে তিনবার ডেড লাইন ফেল করল কলকাতা মেট্রোর লাইন সিক্স অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো লাইন।

Advertisements
Advertisement

গত বছর কালীপুজোর পরেই এই লাইনের মেট্রো চালু হয়ে যাবে বলে আশা করেছিলেন অনেকে। কলকাতা মেট্রো তরফ থেকে সেরকম ঘোষণাও করা হয়েছিল একাধিকবার। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ আরোরা এই সম্পর্কিত একটি বক্তৃতা রেখেছিলেন। সেই মতো সেপ্টেম্বর মাস থেকে এই মেট্রোর ট্রায়াল রান শুরু হয় এবং অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা চালু করার ঘোষণা করা হয়। কিন্তু শেষমেষ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনে বিলম্ব হওয়ায় পিছিয়ে যায় এই মেট্রোর উদ্বোধন। পরবর্তী সময়ে এই উদ্বোধনের সময় বদলে নতুন বছরের প্রথম দিকে করা হয়।

Advertisements

অবশেষে ৩০ শে জানুয়ারি প্রথমবারের জন্য এই লাইনের পরিদর্শন হয়। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরিষেবা শুরুর ছাড়পত্র পায় কলকাতা মেট্রো লাইন সিক্স। তবে, যেহেতু ঘোষণা করা হয়, ইন্টিগ্রাল টিকিটের মাধ্যমে কলকাতা মেট্রোর বর্তমান ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন একসাথে যুক্ত হবে, সেই কারণে নতুন ভাড়া নিয়ে প্রথম থেকেই শুরু হয় সমস্যা। এই কারণে মেট্রো লাইনে এখন বেশ কিছু সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে এবং নানা রকম আপডেট নিয়ে আসা হচ্ছে। এই সমস্ত কিছুর কারণে এখনো এই মেট্রো লাইনের কাজ অসমাপ্ত। মনে করা হচ্ছে, এই টিকিট ব্যবস্থা ঠিকঠাক হয়ে গেলেই খুব শীঘ্রই চালু হয়ে যাবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইন। অর্থাৎ এবারে এক টিকিটে একজন যাত্রী দক্ষিণেশ্বর থেকে সোজা রুবি মোড় পর্যন্ত যাত্রা করতে পারবেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button