আন্তর্জাতিকনিউজ

ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, বললেন ঈশ্বরের অসীম আর্শীবাদে করোনা হয়েছে

Advertisement
Advertisement

আমেরিকাঃ আমেরিকায় প্রায় ২লক্ষ ১৬ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। তবুও কোন হেলদোল নেই মার্কিন প্রেসিডেন্টের৷ সম্প্রতি একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনার ভাইরাস সংক্রমণ তাঁর জন্য ‘ঈশ্বরের আর্শীবাদ’! কারণ করোনা হওয়ার ফলে এই রোগ নিরাময়ের ওষুধের ধারণা হয়েছে তাঁর। শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা তিনি সস্ত্রীক টুইট করে নিজেই জানিয়েছিলেন ট্রাম্প।

Advertisement
Advertisement

মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি, বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলে রই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট বলে মত অনেকের। এর মাঝেই নিজের ভুল নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি একটি ভিডিও টুইট করেন ট্রাম্প।

Advertisement

Advertisement
Advertisement

এমনকি মঙ্গলবার ট্রাম্প তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কোভিড-১৯ স্রেফ একটা জ্বর! এরপরে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে ফেসবুক সংস্থাকে। মুহূর্তেই ওই পোস্টের ছাব্বিশ হাজার শেয়ার হয়ে গিয়েছিল। পরে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেউ ট্রাম্প। ফেসবুকের তরফে রয়টারের এক সাংবাদিককে জানানো হয়েছে, তারা কোভিড-সংক্রান্ত যে কোনও ভুল তথ্য সরিয়ে দেয়।

করোনা নিয়ে প্রথম থেকেই করোনা নিয়ে চিনকে চোখ রাঙিয়ে এসেছে ট্রাম্প। চিন থেকে করোনা অতিমারী পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই চিনকে এর মূল্য দিতে হবে বলে হুশিয়ারিও দেন ট্রাম্প। কিছু দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন যে, আমেরিকার নাগরিকদের জন্য করোনার ওষুধ বিনামূল্যে দেওয়া হবে।

 

 

Advertisement

Related Articles

Back to top button