নিউজরাজ্য

NEET ও JEE প্রসঙ্গে রাজ্যপালকে তোপ তৃণমূল সাংসদ নুসরত জাহানের

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গ :NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মুখ খুলতে দেখা যায়নি রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তবে এর আগে রাজ্যের একাধিক বিষয় নিয়ে ধনকড়কে মুখ খুলতে দেখা গেলেও রাজ্যের যুবসমাজকে নিয়ে যে তার বিন্দুমাত্র মাথাব্যাথা নেই সেই বিষয়টি সবার কাছে জলের মতন পরিষ্কার। তবে এদিন রাজ্যপালকে বিঁধে টুইট করতেও ছাড়েন নি তৃণমূল সাংসদ নুসরত জাহান।

Advertisement
Advertisement

রাজ্যের ছোটো বড় সব ঘটনায় তার উপস্থিতি যে কতখানি তা আমাদের কাউকেই আর নতুন করে মনে করাতে হয়না। বেশ কিছুদিন আগেই রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রীকে কথা শুনিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কিন্তু NEET ও JEE নিয়ে তাকে কোনোরকম বক্তব্য রাখতেই শোনা যায়নি । এদিন তৃণমূল  সাংসদ নুসরাত জাহান টুইট করে বলেন “NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারে বড়সড় ভুল সিদ্ধান্তে আপনার নিস্তব্ধতায় আমি সত্যিই হতবাক ধনকড়জি! দয়া করে এবার দেশের পড়ুয়াদের জন্য মুখ খুলুন, এই অতিমারী আবহে যারা সত্যিই প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে”।

Advertisement

Advertisement
Advertisement

 

দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা , আর তার মধ্যে NEET এবং JEE পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নি য়ে তোলপাড় গোটা দেশ ।স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিভাবকমহলও। কিন্তু করোনা আবহে পরীক্ষা পিছানোর দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও দেশের শীর্ষ আদালত তা নাকচ করে দিয়েছে।

এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মোদী সরকারের এই সিন্ধান্ত নিয়ে সংশয়  প্রকাশ করে পরীক্ষা পিছনোর দাবি তুলে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই ২ বার চিঠি দিয়েছেন ।কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এপ্রিল থেকে একাধিকবার পরীক্ষা পিছানোর পর সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র । কিন্তু তাতেও সমস্যা আরও বাড়বে বলে আশংকা দেশের  আম জনতার ।

 

Advertisement

Related Articles

Back to top button