টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

Trina Saha: বছরের শুরুতেই স্বজনকে হারালেন গুনগুন! লিখলেন ‘দেখা হবে তারার দেশে’

Advertisement
Advertisement

নতুন বছরের শুরুটা মোটেও ভালো হল না টেলি অভিনেত্রী তৃণা সাহার জন্য। বছরের প্রথম দিনেই তাঁর জীবনে এল বড় বির্পযয়। নিজের প্রিয়জন হারালেন তিনি। আর সেই প্রিয়জন হলেন তৃণার দাদু। সোশ্যাল মিডিয়ায় নিজেই দাদুর মৃত্যুর খবর দিয়েছেন তৃণা। বছরের শুরুকে এমন একটি খারাপ খবর পেয়ে দুঃখিত তৃণার অনুরাগীরাও।

Advertisement
Advertisement

দাদুর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাঁর মৃত্যুর খবর দিয়েছেন তৃণা সাহা। এই ছবির নীচে ক্যাপশনে লেখেন, “আবার তোমার সঙ্গে দেখা হবে তারাদের দেশে। তোমায় মিস করব, এটা বলা খুব কম হবে।” এরপর অভিনেত্রীর অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন। সকলে অভিনেত্রীকে শক্ত হওয়ার বার্তা দিয়েছেন। এছাড়াও ইন্ডাস্ট্রির তারকা বন্ধুরাও বন্ধুর জন্য শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। পার্ণো মিত্র সহ আরও টলি ও টেলি পাড়ার তারকারা সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীর পোস্টে।

Advertisement

Advertisement
Advertisement

তৃণা নিজের এই পোস্টে যে দুটি ছবি শেয়ার করেছেন নিজের দাদুর সঙ্গে, তার মধ্যে একটি অভিনেত্রীর আইবুড়ো ভাত খাওয়ার ছবি। দেখা যাচ্ছে, দাদুর পাশে বসে হাসিমুখে আইবুড়ো ভাত খাচ্ছেন তৃণা। গত বছরের ফেব্রুয়ারী মাসে নিজের দীর্ঘ দিনের প্রেমিক তথা নীল ভট্টাচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তৃণা সাহা। বিয়েতে ইন্ডাস্ট্রির বহু তারকারাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণা ও নীল দুজনকেই তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় প্রচারও করতে দেখা গিয়েছে। এমনকি দুজনে শাসক দলে নাম লেখান।

প্রসঙ্গত, কাজের দিক থেকে এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক খড়কুটো-য় অভিনয় করছেন তৃণা । এই ধারাবাহিকে তাঁর অভিনয় মা কাকিমাদের। তাঁর ও কৌশিক রায়ের জুটিও পছন্দ দর্শকদের। ২০২২ নিয়ে আসছে তৃণার জন্য আরও একটা বড় চ্যালেঞ্জ। কারণ খড়কুটো এবার সন্ধ্যা ৭.৩০টার বদলে আসছে ১০ জানুয়ারী থেকে দুপুর ২ঃ৩০ টের সময়। দুপুরবেলা এই ধারাবাহিকের সম্প্রচার কি আগের মতো করে টিআরপি বাড়বে তা ও অভিনেত্রীর কাছে বেশ চ্যালেঞ্জিং। অন্যদিকে তৃণার বর তথা অভিনেতা এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক উমা, আর কৃষ্ণকলিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন।

Advertisement

Related Articles

Back to top button