সম্প্রতি টলিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য পরিবারের সদস্যদের সাথে নতুন বছরের শুরুতেই পিকনিকে গিয়েছিলেন। হাসি-মজা হইহল্লাতেই কেটেছে গোটা দিনটা। আর সেখানেই তাকে রীতিমতো আইবুড়ো ভাত খাওয়ালেন তার পরিবারের সদস্যরা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তিনি নিজেই সকলের উদ্দেশ্যে বলছেন, তাকে যেভাবে খেতে দেওয়া হয়েছে তাতে তার মনে হচ্ছে তার আইবুড়ো ভাত হচ্ছে, তাও আবার ২৪ বছর পরে।আসলে শুটিংয়ের কাজের জন্য গত আট বছর তিনি নিজের পরিবারের সাথে পিকনিকে অংশগ্রহণ করতে পারেননি। তাই তিনি এবছর পিকনিকে উপস্থিত থাকায় তাকে রীতিমত সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল, যাতে অভিনেত্রীর মনে হয়েছে তিনি বিয়ের এত বছর পর আইবুড়ো ভাত খেতে বসেছেন, তাও আবার নিজের শ্বশুরবাড়ির লোকজনের দৌড়াতেই। সম্প্রতি নিজের পরিবারের সদস্যদের সাথে পিকনিকে গিয়ে এমন ভাবে খেতে বসার একটি ছোট্ট ভিডিও শেয়ার করে এমন কথাই জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী এই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায় তার অনুরাগীদের মধ্যে।পিকনিকের দিন তাকে নানা ধরনের পদ সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। মশকরা ছেলে অভিনেত্রী এতগুলো কথা বললেও তিনি যে বিষয়টা বেশ উপভোগ করেছেন, তা তার হাবেভাবেই স্পষ্ট ছিল। বছরের শেষটা অভিনেত্রী একটু অন্যভাবেই কাটিয়েছেন। পথশিশু ও রাস্তায় থাকা অসহায় মানুষদের হাতে উপহার তুলে দিয়েছেন অভিনেত্রী। আর বছরের শুরুতেই পরিবারের সদস্যদের সাথে করছেন পিকনিক। সব মিলিয়ে বর্তমানে তিনি বেশ হইহল্লা করেই কাটাচ্ছতা, তা বলাই বাহুল্য।
Aparajita Adhya: অপরাজিতার বিয়ে হয়েছে ২৪ বছর, অবশেষে আইবুড়ো ভাতের স্বাদ পেলেন অভিনেত্রী
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে কে না চেনেন? তার প্রাণখোলা হাসিতে মুগ্ধ আট থেকে আশি সকলেই। তিনি টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাকে দেখে তার বয়স বোঝা মুশকিল। এই বয়সেও…

By

আরও পড়ুন