নিউজদেশ

রেলের যাত্রাপথে হঠাৎ টিকিট হারিয়ে গেলে কি করবেন? সহজ সমাধান দিল রেল

ভারতীয় রেলে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন, তবে বহু যাত্রী হয়তো এই নিয়ম জানেন না

×
Advertisement

ভারতীয় রেলওয়ে হলো বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি প্রসারিত রেলপথগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন বহু মানুষ নিয়মিতভাবে ট্রেনে সফর করে থাকেন। এক্ষেত্রে ট্রেনে সফরকালে টিকিটের যত্ন নেওয়া কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্লাটফর্মে কোনভাবে টিকিট হারিয়ে গেলে আপনি কি করবেন? রেলের নিয়ম বলছে এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। রেলের একটি বিশেষ নিয়ম রয়েছে যাতে একজন যাত্রী আবার একটি ডুপ্লিকেট টিকিট পেতে পারেন।

Advertisements
Advertisement

যাত্রা সময় যদি কোন যাত্রীর টিকিট হারিয়ে যায় তাহলে টিকিট চেকারের কাছে নিজের জন্য একটি নতুন ডুপ্লিকেট ট্রেনের টিকিটের দাবি করতে পারেন ওই যাত্রী। এর জন্য মাত্র ৫০ টাকা বেশি জরিমানা দিতে হবে ওই যাত্রীকে। তবে টিকিট হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে টিকিট চেকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুরো বিষয়টি জানার পর টিকিট চেকার একটি নতুন ডুপ্লিকেট টিকিট জারি করতে পারেন।

Advertisements

রেলের নিয়ম অনুযায়ী যদি কাউন্টার থেকে আপনি ট্রেনের টিকিট বুক করে থাকেন তাহলে চার্ট তৈরি হওয়ার আগে টিকিট হারিয়ে যাওয়ার রিপোর্ট করলে স্লিপার ক্লাসের জন্য ৫০ টাকা এবং এসি ক্লাসের জন্য ১০০ টাকা জরিমানা আপনাকে দিতে হবে। আর যদি চার্ট তৈরি হওয়ার পরে টিকিট হারানোর রিপোর্ট জারি করা হয় তাহলে যাত্রীকে টিকিটের ৫০ শতাংশ টাকা জরিমানা দিতে হবে।

Advertisements
Advertisement

যদি কোনো কারণে টিকিটের সীমার বাইরে যেতে হয় অর্থাৎ যতদূর টিকিট কাটা রয়েছে তার পরেও কয়েকটি স্টেশন যেতে হয়, তাহলে টিকিট চেকারকে কিছু জরিমানা দিয়ে যাত্রাপথ বাড়িয়ে নেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে রিজার্ভ সিট না দিলেও যাত্রীর টিকিটের যাত্রাপথ বাড়িয়ে দেওয়া যাবে। এই জরিমানের পরিমাণ টিকিটের গন্তব্য থেকে যাত্রীর নয়া গন্তব্যের ভাড়ার থেকে কিছুটা বেশি হয়।

Related Articles

Back to top button