নিউজদেশ

Train Cancelled on 2nd Feb: রামপুরহাট ও বর্ধমানের প্রচুর ট্রেন বাতিল, দেশজুড়ে চলবে না ৩৩৪ ট্রেন, রইলো তালিকা

Indian Railway ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের (NTES) ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করেছে

Advertisement
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

Advertisement
Advertisement

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি, দেশজুড়ে ৩৩৪ ট্রেন বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক ট্রেন বাতিল থাকছে। হাওড়া থেকে শান্তিনিকেতন ও রামপুরহাটগামী গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন চলবে না। শিয়ালদহ থেকেও বাতিল থাকছে রামপুরহাটগামী ট্রেন। ভারতীয় রেলওয়ে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করেছে। বিশেষ করে কুয়াশার কারণেই বাতিল হচ্ছে ট্রেনগুলি। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Advertisement
Advertisement

শিয়ালদহ থেকে বাতিল ট্রেনের তালিকা:

১) ০৩১১১ শিয়ালদা-গোডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

২) ০৩১১২ গোডা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।

৩) ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস।

৪) ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদা মা তারা এক্সপ্রেস।

৫) ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস।

৬) শিয়ালদা-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

হাওড়া থেকে বাতিল ট্রেনের তালিকা:

১) ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস।

২) ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

৩) ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস।

৪) ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস।

৫) ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস।

৬) ২২৩২২ সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস।

৭) ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস।

৮) ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস।

৯) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।

১০) ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস।

১১) ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস।

১২) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস।

১৩) হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড লাইন) শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

১৪) বাতিল করা হয়েছে হাওড়া-বারুইপাড়া শাখার কয়েকটি লোকাল ট্রেন।

১৫) ব্যান্ডেল-বর্ধমান শাখার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে (হাওড়া ডিভিশন)।

১৬) হাওড়া-চন্দনপুর শাখার কয়েকটি লোকাল ট্রেন চলবে না।

১৭) হাওড়া-আমতা শাখার লোকাল বাতিল করা হয়েছে।

১৮) হাওড়া-হরিপাল লোকাল, হাওড়া-সিঙ্গুর লোকাল, হাওড়া-তারকেশ্বর শাখার কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button