খেলাক্রিকেট

Team India: ম্যাচ জিতে ড্রেসিং রুমে সেলিব্রেশন, টিম ইন্ডিয়ার তুমুল নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

চলমান রত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Advertisement
Advertisement

হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে বর্তমানে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের জন্য স্বর্ণযুগ চলছে। একের পর এক সিরিজ জয় করে ইতিহাস সৃষ্টি করছে টিম ইন্ডিয়া। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৬৮ রানের বিশাল ব্যবধানে জয়ের সাথে সাথে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়ের কৃতিত্ব অর্জন করে বর্তমানে টিম ইন্ডিয়ার প্রত্যেকটি প্লেয়ারের মনোবল তুঙ্গে।

Advertisement
Advertisement

এদিকে অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের কৃতিত্বও কম নয়। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মতো গৌরব অর্জন করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল। আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মহিলা দল এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৬৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় উইকেটে ভারতের ৪৬ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৪ ওভারে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের তরুণ প্রজন্মের মহিলা ক্রিকেট দল।

Advertisement

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, চলমান রত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর ফাইনালে ওঠার পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা ড্রেসিংরুমে যে সেলিব্রেশন করেছে তার ফুটেজ বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সিরিজ জয় করে ড্রেসিংরুমে উদ্দাম নৃত্যে ব্যস্ত রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। নাচের সেই ভিডিওটি মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য রাজেশ্বরী গায়কওয়াড় তার অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা, স্নেহ রানা, পুনম যাদব এবং জেমিমা রদ্রিগেসকেও নাচতে দেখা গেছে। আপনাদের জানিয়ে রাখি, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত।

Advertisement

Related Articles

Back to top button