নিউজToday Trending Newsদেশ

Train Cancel: বড় ধাক্কা রেলযাত্রীদের জন্য, এক সপ্তাহে বাতিল ১৪ টি ট্রেন, অনেক ট্রেনের রুট ডাইভার্ট, রইল বিস্তারিত তালিকা

বুধনি-বারখেদা বিভাগে তৃতীয় লাইন চালু করার জন্য প্রস্তাবিত নন-ইন্টারলকিং কাজ চলছে

Advertisement
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। তবে বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মাঝেই ট্রেন বাতিল করা হয়। উৎসবের পর সবাই এখন কাজে ফেরার জন্য অনেক রুটের ট্রেন ব্যবহার করছেন। ভোপাল বিভাগের পশ্চিম মধ্য রেলওয়ের বুধনি-বারখেদা বিভাগে তৃতীয় লাইন চালু করার জন্য প্রস্তাবিত নন-ইন্টারলকিং কাজ চলছে। এই কারণে রতলাম বিভাগ থেকে উদ্ভূত এবং রতলাম বিভাগের বিভিন্ন অংশের মধ্য দিয়ে যাওয়া কিছু ট্রেন এক সপ্তাহের জন্য বাতিল থাকবে। অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকবে বা কোন ট্রেন কোন রুট দিয়ে ডাইভার্ট হবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

তারিখসহ বাতিল ট্রেনের তালিকা:

Advertisement

ট্রেন নম্বর 19343 ইন্দোর সিওনি এক্সপ্রেস 27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত

Advertisement
Advertisement

ট্রেন নম্বর 19344 ছিন্দাবওয়ারা ইন্দোর এক্সপ্রেস 28 নভেম্বর, 2023 থেকে 10 ডিসেম্বর, 2023 পর্যন্ত

ট্রেন নম্বর 12720 হায়দ্রাবাদ জয়পুর এক্সপ্রেস 27, 29 নভেম্বর, 2023 এবং 04, 06 ডিসেম্বর, 2023

ট্রেন নম্বর 12719 জয়পুর হায়দ্রাবাদ এক্সপ্রেস 29 নভেম্বর, 2023 এবং 01, 06, 08 ডিসেম্বর, 2023

ট্রেন নম্বর 17020 ডিসেম্বর, 2023 হায়দ্রাবাদ হিসার এক্সপ্রেস, ট্রেন নম্বর 17019 হিসার হায়দ্রাবাদ এক্সপ্রেস 05 ডিসেম্বর, 2023

ট্রেন নম্বর 09715 হিসার তিরুপতি এক্সপ্রেস 02 ডিসেম্বর

ডাইভার্ট ট্রেনের তালিকা:

27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 18234 বিলাসপুর ইন্দোর এক্সপ্রেস নিউ কাটনি জংশন-কাটনি মুদওয়ারা-ভোপাল হয়ে চলবে।

27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 18233 ইন্দোর বিলাসপুর এক্সপ্রেস ভোপাল-কাটনি মুদওয়ারা-নিউ কাটনি জংশন হয়ে চলবে।

07 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 22192 জবলপুর ইন্দোর এক্সপ্রেস জবলপুর-কাটনি মুদওয়ারা-বিনা-ভোপাল হয়ে চলবে।

07 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 22191 ইন্দোর জবলপুর এক্সপ্রেস জবলপুর-কাটনি মুদওয়ারা-বিনা-ভোপাল হয়ে চলবে।

27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 12192 জবলপুর নিজামুদ্দিন এক্সপ্রেসটি জবলপুর-কাটনি মুদওয়ারা-বিনা হয়ে চলবে।

27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 12191 নিজামুদ্দিন জবলপুর এক্সপ্রেস বিনা-কাটনি মুদওয়ারা-জবলপুর হয়ে চলবে।

27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 19483 আহমেদাবাদ বারাউনি এক্সপ্রেসটি আনন্দ-ছায়াপুরি-নাগদা-সন্ত হীরদারাম নগর-নিশাতপুরা হয়ে চলবে।

27 নভেম্বর, 2023 থেকে 09 ডিসেম্বর, 2023 পর্যন্ত, ট্রেন নম্বর 19484 বারাউনি আহমেদাবাদ এক্সপ্রেস নিশাতপুরা-সন্ত হীরদারাম নগর-নাগদা-ছায়াপুরি-আনন্দ হয়ে চলবে।

Advertisement

Related Articles

Back to top button