দেশনিউজ

২০২৪ সালে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন? জেনে নিন সেরা ১০ টি ফান্ড সমন্ধে

এই ১০ টি ফান্ড আপনাকে ২০২৪ সালে ব্যাপক রিটার্ন দিতে পারে

Advertisement
Advertisement

আজকালকার দিনে ভালো আয় করার পাশাপশি টাকা সঞ্চয় কি করে করতে হবে, সেই ব্যাপারটি বেশি গুরুত্বপূর্ণ। এখন টাকা বাঁচাতে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ড সবচেয়ে ভালো বিকল্প হয়ে উঠেছে। নতুন এবং কম অভিজ্ঞ বিনিয়োগকারীরা সবসময় বিনিয়োগের জন্য সেরা মিউচুয়াল ফান্ড বিকল্প খুঁজছেন। তবে অনেকের মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেশি ধারণা না থাকায় তারা বন্ধুবান্ধবদের থেকে পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই সন্তোষজনক উত্তর না পাওয়ায় তারা বিনিয়োগে আগ্রহী হন না। সেই সমস্যা সমাধান করতে আজকের এই প্রতিবেদন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

আজকের এই প্রতিবেদনে আপনদের বিনিয়োগের জন্য শীর্ষ ১০টি মিউচুয়াল ফান্ডের তালিকা প্রকাশ করা হয়েছে। এই ফান্ডগুলি আপনাকে ২০২৪ সালে ভালো রিটার্ন দিতে পারে। এই তালিকায় এগ্রেসিভ হাইব্রিড, লার্জক্যাপ, মিডক্যাপ, স্মাল ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপের পাঁচটি আলাদা আলাদা শ্রেণী থেকে সেরা ফান্ডের নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement

1. Canara Robeco Bluechip Equity Fund: এই ফান্ডটির বর্তমান অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। ২০১৩ সালে সূচনা হওয়ার পর থেকে ফান্ডটি গড়ে ২৬.৭৫% বার্ষিক রিটার্ন প্রদান করেছে। গত এক বছরে ফান্ডটির পক্ষ থেকে প্রদত্ত রিটার্নের পরিমাণ ২৪.৯৫% ।

Advertisement
Advertisement

2. Parag Parikh Flexi Cap Fund: এই ফান্ডটির একটি উন্নত ডাইভার্সিফায়েড পোর্টফোলিও রয়েছে এবং এটির মধ্যে দীর্ঘ মেয়াদে ঝুঁকি সামলে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে। এই ফান্ডটি এক বছরের মেয়াদে ৩৮.৮৮% রিটার্ন প্রদান করেছে।

3. Mirae Asset Large Cap Fund: এই ফান্ডটি এক বছরের মেয়াদে ২০.৫৮% রিটার্ন প্রদান করেছে। বিনিয়োগকারীরা এই ফান্ডটি সূচনা হওয়ার পর থেকে গড়ে ২২.৪২% অ্যানুয়াল রিটার্ন পেয়েছেন।

4. Kotak Emerging Equity Fund: ২০১৩ সালে সূচনা হওয়ার পর থেকে এই ফান্ডটি বিনিয়োগকারীদের গড়ে ৩৫.৬৯% রিটার্ন প্রদান করেছে। এক বছরের মেয়াদে রিটার্ন এসেছে ৩৩.৮৭%।

5. Axis Midcap Fund: লঞ্চের পর থেকে এই ফান্ডটি ৩২.০৮% গড় বার্ষিক রিটার্ন প্রদান করেছে। এক বছরের মেয়াদে রিটার্ন এসেছে ৩২.২২% ।

6. UTI Flexi Cap Fund: এই মিউচুয়াল ফান্ডটি এক বছরের মেয়াদে ১৯.৮১% এবং তিন বছরের মেয়াদে ১১.৬২% রিটার্ন প্রদান করেছে।

7. Axis Small Cap Fund: এই ফান্ডটি এক বছর ও তিন বছরের মেয়াদের বিনিয়োগকারীদের যথাক্রমে ৩৭.৭% এবং ২৯.৮% রিটার্ন প্রদান করেছে।

8. SBI Small Cap Fund: এই ফান্ডটি থেকে এক বছরের মেয়াদে রিটার্ন এসেছে ২৮.৭৭% । অন্যদিকে তিন বছরের মেয়াদে আসা রিটার্নের পরিমাণ ২৪.৭৪% ।

9. Mirae Asset Hybrid Equity Fund: এক বছরের মেয়াদে সংস্থাটি ২০.৮% রিটার্ন অফার করেছে।

10. SBI Equity Hybrid Fund: এই ফান্ডটি এক বছরের মেয়াদে ১৯.১৪% রিটার্ন দিয়েছে।

Advertisement

Related Articles

Back to top button