Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

আগামিকাল ডিজিটাল ভোটার কার্ড লঞ্চ হতে চলেছে, ঘোষণা নির্বাচন কমিশনের

Advertisement
Advertisement

কলকাতা: আগামিকাল, সোমবার (Monday) নির্বাচন কমিশন (Election Comission) ডিজিটাল ভোটার আইডি কার্ড লঞ্চ করতে চলেছে। আগামিকাল ন্যাশনাল ভোটার্স ডে (National Voters Day)। আর এই দিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ই-এপিক( e-EPIC) প্রোগ্রাম লঞ্চ করা হবে৷ e-EPIC-এ সুরক্ষিত QR কোড থাকবে যার মধ্যে থাকবে ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর সহ একাধিক তথ্য৷

Advertisement
Advertisement

পিডিএফ ফর্ম্যাটে এটি মিলবে৷ এই ডিজিটাল e-EPIC মোবাইল এবং কম্পিউটারে সহজেই ডাউনলোড করা যাবে এবং এটি ডিজিটালি সেভ করা যাবে ৷ দুটি পর্যায়ে e-EPIC প্রোগ্রাম ডাউলোড করা হবে।

Advertisement

প্রথম পর্যায় (২১ থেকে ৩১ জানুয়ারির) মধ্যে নতুন ভোটার যারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং মোবাইল নম্বর রেজিস্টার্ড করেছেন ফর্ম ৬-এ তারা e-EPIC মোবাইল নম্বরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন৷ মোবাইল নম্বর নতুন হতে হবে এবং নির্বাচন কমিশনের ইলেক্টোরাল রোলে রেজিস্টার্ড থাকলে হবে না৷

Advertisement
Advertisement

১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে৷ এটা সকলের জন্য থাকবে৷ মোবাইল নম্বর যাদের রেজিস্টার্ড করা রয়েছে, তারা সকলে e-EPIC ডাউনলোড করতে পারবেন৷

Advertisement

Related Articles

Back to top button