নিউজপলিটিক্সরাজ্য

রাজ্যপালের সাথে সাক্ষাৎ বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালীর, অভিযোগ বালির আইন শৃঙ্খলা নিয়ে

রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) সাথে বৈঠক করলেন বৈশালী ডালমিয়া(Baishali Dalmiya), অভিযোগ তোলেন বালির আইন শৃঙ্খলা নিয়ে 

Advertisement
Advertisement

সম্প্রতি কিছুদিন আগে ঘাসফুল শিবির থেকে বহিষ্কার কড়া হয়েছে বৈশালী ডালমিয়াকে (Baishali Dalimiya)। বর্তমানে তিনি কেবল বালির বিধায়ক। কোনও দলে তিনি নেই। দল থেকে বহিষ্কারের পড়ে ঠিক তিন দিনের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) সাথে দেখা করলেন বালির বিধায়ক। বালির আইন শৃঙ্খলা নিয়ে এইদিন নালিশ জানান তিনি।

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুখ খুলেছিলেন বিধায়ক বৈশালী ডালমিয়া। শুক্রবার এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিধায়ক। বেলা গড়িয়ে যেতেই শাসক শিবির থেকে বহিষ্কার করা হয় বালির বিধায়ককে। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শাসক শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করেছেন ডালমিয়া। এমন কি দল বিরোধী একাধিক মানুষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার, এমনটাই সূত্রের খবর। এই ধরণের কার্য কলাপ নিয়ে বার বার সতর্ক করা হয়েছিল বৈশালীকে। তবু নিজের আচরণ বদলাননি বালির বিধায়ক। সেই কারণেই এইদিন দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে।

Advertisement

বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কারের পরের দিনই শাসক শিবির- গেরুয়া শিবিরের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় বালি। গুলি-বোমাবাজির অভিযোগ ও ওঠে। ব্যাপক ভাঙচুর চলে বালি এলাকায়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক। জ্বালিয়ে দেওয়া হয় টায়ার। এই ঘটনার পড়ে লিলুয়ার জিটি রোড অবরোধ করা হয়। এমন অবস্থা নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনাকে টেনে বালির আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্যপালের কাছে ক্ষোভ প্রকাশ করেন বৈশালী ডালমিয়া। ইচ্ছাকৃতভাবে এমন করানো হচ্ছে বলেও অভিযোগ আনেন বালির বিধায়ক।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button