বাংলা সিরিয়ালবিনোদন

হিন্দি গানে তুমুল নাচলেন ‘কৃষ্ণকলি’র শ্যামা, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

Advertisement
Advertisement

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা রায়। তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য। সম্প্রতি শ্যামার লুকেই সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা ও পরনে আটপৌরে শাড়ি পরে বলিউড ফিল্ম ‘জব উই মেট’-এর জনপ্রিয় গান ‘ইয়ে ইস্ক’-এর সাথে নেচে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিয়াসা। তিয়াসার নাচের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কাছে তিয়াসার নাচ যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই মুহূর্তে ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নতুন মোড় এসেছে। শ্যামার সতীন আম্রপালী গুলি লেগে মারা যায়। কিন্তু মৃত্যুর আগে আম্রপালী স্বামী নিখিলের কাছে ক্ষমা চায় শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। তিয়াসাই একইসঙ্গে শ্যামা ও আম্রপালীর চরিত্রে অভিনয় করছিলেন। কারণ শ্যামা ও আম্রপালী এক দেখতে কিন্তু শ্যামার গায়ের রঙ কালো এবং আম্রপালী ফর্সা। শ্যামার অনুপস্থিতিতে আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামার ভূমিকায় অবতীর্ণ হয়। নিখিল ও আম্রপালীর সামাজিক বিয়েও হয়। কিন্তু সেই মুহূর্তে ফিরে আসে শ্যামা। নিখিল ও আম্রপালীর মধ্যে চুক্তি হয়েছিল শ্যামা ফিরে এলে আম্রপালী নিখিলের জীবন থেকে দূরে চলে যাবে। কিন্তু শ্যামা কৃতজ্ঞতাবশতঃ আম্রপালীকে নিখিলের বাড়িতে থাকতে বলে। কিন্তু আম্রপালী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

Advertisement
Advertisement

অভিনেত্রী তিয়াসা রায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কিছুদিন আগে তিনি ও তাঁর স্বামী সুবান বিবাহবার্ষিকী পালন করেছেন। এই বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। সেইমতো নীল রঙের কেক কাটা হয়েছিল। তিয়াসা নীল রঙের শাড়ি পরেছিলেন ও খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। তিয়াসার সঙ্গে মানানসই করে তাঁর স্বামী সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। কেক কাটার পর ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে ছবি তোলেন দুজনে। অথচ কিছুদিন আগে সুবানের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ তুলে গোবরডাঙা থানায় এফআইআর করতে গিয়েছিলেন তিয়াসা। কিন্তু পরে সুবান গিয়ে সমস্ত মিটমাট করে তিয়াসাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। তবে সুবান অভিযোগ করেন, তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা।

Advertisement

Advertisement
Advertisement

জি বাংলায় সম্প্রচারিত ‘কৃষ্ণকলির’ টিআরপি এই মুহূর্তে যথেষ্ট কম। দর্শকদের মতে, টিআরপি কমে যাওয়ার জন্য এই সিরিয়ালটির চিত্রনাট্য দায়ী। ‘কৃষ্ণকলি ‘ শুরু থেকেই অনেক বিতর্কের মুখে পড়লেও তার টিআরপি সবসময় বেশি ছিল। কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকে একজন স্বামীর দুই স্ত্রী কনসেপ্ট ও নায়িকা শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র-তত্ত্বের বস্তাপচা চিত্রনাট্য ‘কৃষ্ণকলি’র টিআরপির পক্ষে যথেষ্ট খারাপ হয়েছে। এই মুহূর্তে নেটিজেনরা সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান বলে জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button