Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজেট ২০২০ : এবারের বাজেটে ৩ টি বড় পয়েন্ট

Advertisement
Advertisement

চলতি বছরে প্রথম বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই বাজেট মূলত ধসে পড়া ভারতীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষে ও গ্রাহকদের মনে কাজের প্রেরণা জোগানোর দিকে দৃষ্টিপাত করতে পারে। গত শুক্রবার সমীক্ষায় জানানো হয়েছে, ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির হার আগামী বছর ৬-৬.৫% বাড়তে পারে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার দ্বিতীয়বার বাজেট পেশে ব্যক্তিগত আয়কর হ্রাস, গ্রামীণ ও কৃষিক্ষেত্রের জন্য ছাড়ের পাশাপাশি অবকাঠামোগত ব্যয়ের ক্ষেত্রে আগ্রাসী চাপের কথাও ঘোষণা করতে পারেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের এই ইউনিয়ন বাজেট ২০২৫ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক মানচিত্রের রাস্তা তৈরি করবে।

Advertisement

২০২০ এর প্রথম বাজেট পেশের বিস্তারিত উল্লেখ করা হল :

Advertisement
Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার বাজেট বক্তৃতায় কৃষি সংস্কারের উপর জোর দিয়ে বলেছেন, “ফার্মের বাজারকে প্রশস্ত করা দরকার, কৃষিকে আরও প্রতিযোগিতামূলক করা দরকার, খামার ভিত্তিক কার্যক্রমকে প্রদান করতে হবে, উৎকৃষ্ট শস্যের নিদর্শন এবং আরও প্রযুক্তি প্রয়োজন।”

তিনি বলেন, “কৃষক বা বন্ধ্যা জমি থাকা কৃষকদের সৌর বিদ্যুৎ উৎপাদনে ইউনিট স্থাপন এবং সৌর গ্রিডের উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রয় এবং এমনকি বন্ধ্যা জমি থেকে জীবিকা নির্বাহ করতে সাহায্য করা হবে।”

আরও পড়ুন : বাজেট ২০২০ : শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নে বাড়তি নজর এবারের বাজেটে

এদিন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলিকে সম্মান জানিয়ে বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ উল্লেখ করেছেন, GST এর মাধ্যমে পন্য ও দ্রব্য সামগ্রীর কর আদায়ে লাভ হয়েছে। আগামী বছর অর্থনীতির মন্দা কাটিয়ে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে নিশ্চিত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রাক্তন অর্থমন্ত্রীকে আমি সম্মান জানাচ্ছি তার এই দুরদর্শিতার পরিচয়ে GST চালুর জন্য।

GST চালুর ফলস্বরূপ হিসেবে পরিবহন, সরবরাহ খাতে অনেকাংশে লাভ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার ২০২০ সালের বাজেটে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের উল্লেখ করে বলেন, “জিএসটির ফলে পরিবহন ও সরবরাহ খাতে লাভ হয়েছে। পরিদর্শক রাজ নিখোঁজ হয়েছে, যার ফলে MSM উপকৃত হয়েছে। এছাড়া গ্রাহকরা জিএসটি দ্বারা বার্ষিক এক লক্ষ কোটি টাকার সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button