ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবারে জমা করা টাকার উপরেও কাটবে চার্জ, SBI জারি করে দিলো একটি নতুন নির্দেশিকা

স্টেট ব্যাংকের এই নতুন নির্দেশিকার কারণে সমস্যায় সাধারণ মানুষ

×
Advertisement

আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। খুব সহজে আপনি আজকের দিনে ভারতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার টাকা থাকবে অনেকটা বেশি সুরক্ষিত। পাশাপাশি, ভারতের ব্যাংকে কোনো একাউন্ট খোলা থাকলে আপনি অনেক বেশি সুদ পাবেন আপনার টাকার উপরে। ফলে, আপনার টাকা থেকেও আপনি আয় করতে পারবেন। তবে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আদতে, দেখতে গেলে সব ব্যাংকের সব ধরনের একাউন্টের ক্ষেত্রেই ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন করা বাধ্যতামূলক।

Advertisements
Advertisement

আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হতে পারে। কিন্তু এখন SBI-এর একটি নতুন নিয়ম অনুযায়ী, আপনার অ্যাকাউন্টে ন্যূনতম পরিমাণ টাকা থাকার পরেও আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা যাবে। কিন্তু কেন এই চার্জ ব্যাঙ্ক কেটে নিচ্ছে, আমরা সেই বিষয়ে আপনাদের জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।

Advertisements

আপনারা অনেকেই আছেন, যারা নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্যাশ জমা করেন। এর জন্য9 আপনারা ব্যবহার করেন পে ইন স্লিপ। তবে, সবার জন্য নিয়ম সমান না। অনেকে আবার চেক জমা করেন। সেক্ষেত্রে এই স্লিপ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনাকে ক্যাশের জায়গায় এই চেকের বিবরণ দিতে হয়। এছাড়াও একটি রাস্তা আছে, যেখানে আপনি ব্যাংকে না গিয়েও ব্যাংকে টাকা জমা করতে পারেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে টাকা ডিপোজিট করার মেশিন। তবে, আপনি যদি ডিপোজিট মেশিনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেন, তাহলে আপনাকে এর জন্য চার্জ দিতে হতে পারে। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার মেশিনটি হুবহু এটিএম মেশিনের মতো। তবে আপনি যে পরিমাণ অর্থ জমা করছেন তার নোটগুলি খুব পরিষ্কার হওয়া উচিত। যদি আপনার নোট বিকৃত বা পুরানো হয়, তাহলে এই মেশিনটি আপনার নোট গ্রহণ করবে না।

Advertisements
Advertisement

আপনি এই ডিপোজিট মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে, আপনার অ্যাকাউন্ট থেকে ২৫ টাকা বা তার বেশি চার্জ কাটা হবে। এতে, প্রতিটি লেনদেনের সীমা ৪৯,৯৯৯ টাকা। নির্দিষ্ট পরিমাণের বেশি জমা করার জন্য, চার্জও কেটে নেওয়া হবে। আপনি চাইলে এই ডিপোজিট মেশিন থেকে পিপিএফ, আরডি এবং ঋণের পরিমাণও জমা করতে পারেন। এছাড়াও এই ডিপোজিট মেশিনটি শুধুমাত্র ১০০ এবং ৫০০ টাকার নোট গ্রহণ করবে।

Related Articles

Back to top button