বিনোদনবলিউড

নেটদুনিয়ায় নতুন ওয়েব সিরিজ, সিক্রেড গেমসের থেকেও অনেক সাহসী, ভিডিও দেখলে হুঁশ উড়বে

হত্যা এবং লালসার মিশেল উপভোগ করতে হলে অবশ্যই উইকেন্ডে বিঞ্জ ওয়াচ করুন অটো শংকর ওয়েব সিরিজটি

Advertisement
Advertisement

আজকালকার দিনে এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছু ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের দুনিয়ায় তালিকায় যেমন রয়েছে সেক্রেড গেমস এবং মির্জাপুর, তেমনি কিন্তু রয়েছে টিভিএফ পিচারস এর মত কিছু ওয়েব সিরিজ। তবে দক্ষিণ ভারতের ওয়েব সিরিজ আমরা খুব একটা বেশি দেখতে পাই না। দক্ষিণ ভারতের সিনেমা এই মুহূর্তে জনপ্রিয়তা পেলেও দক্ষিণ ভারতের web সিরিজ খুব একটা বেশি জনপ্রিয়তা এখনো পর্যন্ত পায়নি। এই কারণেই ওয়েবের দুনিয়ায় বলিউডের এখনো একটা রাজত্ব রয়েছে। তবে এই রাজত্ব হয়তো খুব শীঘ্রই কাটতে চলেছে কারণ দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে শুরু হয়েছে ওয়েব সিরিজের প্রচলন। আর সেই ধারাকে বজায় রেখে সম্প্রতি জি ফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েবের দুনিয়ায় সাড়া জাগানো ওয়েব সিরিজ অটো শংকর।

Advertisement
Advertisement

৮০ দশকের মাদ্রাজ, অর্থাৎ আজকের চেন্নাইয়ের একজন কুখ্যাত গ্যাংস্টার হলেন এই অটো শংকর। তার বাসনা, ছল এবং বিশ্বাসঘাতকতার এক অভূতপূর্ব মিশেল আপনাকে উপহার দেবে অটো শংকর ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটির নির্মাতা হলেন রঙ্গা। অটো শঙ্কর এমন একজন মানুষের কাহিনী আপনাকে বলবে, যিনি নিজের কিছু ঘৃণ্য মানসিকতার জন্য এবং নিজের ঘৃণ্য কৃতকর্মের জন্য হয়েছিলেন বিখ্যাত, বলতে গেলে কুখ্যাত। বেআইনি কাজকর্ম এবং অমানবিকতার চোরাবালির মধ্যে কেটে যায় শঙ্করের গোটা জীবন। যেরকমভাবে সেক্রেড গেমস ওয়েব সিরিজে আমরা পেয়েছিলাম গণেশ গাইতন্ডের চরিত্রটি, সেরকমভাবেই এই অটো শংকর ওয়েব সিরিজে আমরা পাচ্ছি এই গ্যাংস্টারের চরিত্রটি।

Advertisement

অটো সংকর ওয়েব সিরিজ এর কাহিনী শুরু হয় তার ফাঁসির দৃশ্য থেকে। সে নিজের জীবনে যা যা কৃতকর্ম করেছিল তার জন্য তামিলনাড়ু সরকার তার ফাঁসি ঘোষণা করে। তার জীবনটা ছিল একজন সাধারন অটো চালকের মতই। নিজের স্ত্রী সুমতি এবং তার সন্তানদের নিয়ে দারিদ্রকে সঙ্গী করেই তার জীবন চলতো একটা সময় পর্যন্ত। কিন্তু একজন পুলিশ কর্মীর জন্য তার জীবনটা একেবারে পাল্টে যায়। পুলিশকর্মীর প্ররোচনাতেই শংকর প্রবেশ করে মদ, ড্রাগস এবং বেশ্যালয় ব্যবসার ঘৃণ্য জগতে। সেখান থেকেই শংকর অটোওয়ালা থেকে শংকর হয়ে ওঠে অটো শংকর। এই ওয়েব সিরিজে অটো শংকর চরিত্রে অভিনয় করেছেন আপ্পনি সারথ। এই ওয়েব সিরিজে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন চন্দ্রিকা, ওরফে স্বয়ং সিদ্ধ। পুরো ওয়েব সিরিজে শংকর বাদে চন্দ্রিকা চরিত্রটি সবথেকে বেশি নজরকাড়া। এছাড়াও সাপোর্টিং কাস্টের মধ্যে রয়েছেন অর্জুন চিদাম্বরম, রাজেশ, সারন্না রবি এবং বসুধা। এই মুহূর্তে Zee5 প্লাটফর্মে এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন। আইএমডিবিতে-ও এই ওয়েব সিরিজটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তবে বলে রাখা ভালো, এই ওয়েব সিরিজটি কিন্তু সবার জন্য নয়। আপনাদের যাদের একটু আন্ডারওয়ার্ল্ড, ভালগার ক্রাইম নির্ভর ওয়েব সিরিজ যেমন মির্জাপুর, অপহরণ জাতীয় ওয়েব সিরিজ দেখতে ভালো লাগে, তাদের কাছে এই ওয়েব সিরিজ আকর্ষণীয় মনে হবে। তবে যারা স্পাই থ্রিলার, কোর্ট রুম ড্রামা, কর্পোরেট জগত, রোম্যান্স বা সিটকম কিংবা তদন্ত নির্ভর কোন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন, তাদের এই ওয়েব সিরিজ খুব একটা ভালো নাও লাগতে পারে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button