ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই স্কিম আপনাকে খুশি করবে, ঘরে বসেই পাবেন 2 লক্ষ টাকা

ভারত সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে ভারতের সমস্ত সাধারণ মানুষের জন্য

Advertisement
Advertisement

প্রত্যেকে নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে কিছু টাকা করে সঞ্চয় করতে চান এবং এমন জায়গায় সঞ্চয় করতে চান যেখানে তাদের অর্থ কেবলমাত্র নিরাপদ নয় বরং চমৎকার রিটার্ন পাওয়া যাবে। সেরকমই একটি ভালো জায়গা হল পোস্ট অফিস। ডাকঘরের প্রতিটি প্রকল্প এতটাই ভালো যে বহু মানুষ এখন ডাকঘরের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। একই সাথে কেউ কেউ এই ভাবে বিনিয়োগ শুরু করেন যে তারা বৃদ্ধ বয়সেও নিয়মিত আয় করতে থাকবেন। যাতে তাদের আর্থিক সমস্যায় না পড়তে হয় সেই কারণেই পোস্ট অফিসের বহু প্রকল্প ভারতের বহু মানুষ গ্রহণ করে থাকেন।

Advertisement
Advertisement

এমন পরিস্থিতিতে পোস্ট অফিস দ্বারা পরিচালিত বিভিন্ন সঞ্চয় প্রকল্প ভারতে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যেই একটি অন্যতম প্রকল্প হল পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই প্রকল্পটি বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে এবং এতে বিনিয়োগের উপরে বার্ষিক ৮ শতাংশ করে সুদ দেওয়া হয়। অর্থাৎ এই সুদের হার ব্যাংক ফিক্স ডিপোজিটের থেকে অনেকটাই বেশি। পোস্ট অফিসের এই বিশেষ প্রকল্পে ভারতের বয়স্ক মানুষরা বিনিয়োগ করে প্রচুর টাকা রোজগার করার সুযোগ পেয়ে যান। এখানে বিনিয়োগ করে একটা নিয়মিত আয়ের নিশ্চয়তা আপনি পেয়ে থাকেন। প্রতি মাসে কুড়ি হাজার টাকা পর্যন্ত এই প্রকল্পে আয় করা যায়।

Advertisement

নিয়মিত আয় নিরাপদ বিনিয়োগ এবং কর সুবিধার ক্ষেত্রে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ভারতের সবথেকে পছন্দের প্রকল্প। পোস্ট অফিসের এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। পোস্ট অফিসের এই প্রকল্প অবসর গ্রহণের পরে আর্থিকভাবে সচ্ছল থাকতে সহায়ক হতে পারে। এতে ৬০ বছর বা তার বেশি বয়সের যে কোন ব্যক্তি নিজে অথবা তার স্ত্রীর সাথে অ্যাকাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগের জন্য আপনাকে নূন্যতম পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এছাড়াও আপনি প্রতিবছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button