কলকাতানিউজ

বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় এফএম রেডিও স্টেশন

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: আর্থিক সংকটের জেরে জ্ঞানবানী ও পাওয়ার এফএম আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিছু সরকারি চ্যানেলও নেমে এসেছে মিডিয়াম ওয়েভে। এবার সেই স্রোতে গা ভাসাল কলকাতার আরও একটি জনপ্রিয় রেডিও স্টেশন 106.2 FM যা আমার এফএম নামেই বহুল প্রচলিত।

Advertisement
Advertisement

জনপ্রিয় এই বানিজ্যিক চ্যানেলের ট্যাগলাইন ছিল ‘কলকাতার গান, কলকাতার প্রান’। বিশেষ সূত্রে পাওয়া খরব অনুযায়ী গতবছরের অক্টোবর মাস থেকেই বেতন পাচ্ছিলেন না ওই চ্যানেলের কর্মীবৃন্দরা, তবুও বিনা বেতনেই কাজ চালিয়ে যান নিয়মিত শ্রোতাদের স্বার্থে। গত শুক্রবার স্টেশনের অফিসগেটে তালা ঝুলিয়ে দিলেন কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন : রাজ্যজুড়ে কণকণে ঠাণ্ডা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

Advertisement
Advertisement

বিগত কয়েক বছরে গানের সুরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিল আমার এফএম। তাই কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে শ্রোতাদের হঠাৎ করে চ্যানেলের অনুষ্ঠান শোনার থেকে বঞ্চিত করায় ক্ষুব্ধ কর্মীরা কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিযোগ করেন।

যদিও আমার এফএম এর পরিচালনার দায়িত্বে থাকা হিটস এফএম রেডিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এবিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

Advertisement

Related Articles

Back to top button