জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

ওজন ও ব্যথা কমাতে সাহায্য করে এই পানীয়!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শরীরকে সুস্থ রাখতে মধু অতুলনীয়। আজ আমরা জানব মধু ও লেবু মিশ্রিত জল পান করলে কি কি উপকার পাওয়া যায়-

Advertisement
Advertisement

১) সতেজ নিঃশ্বাস: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের নিঃশ্বাস কে সতেজ রাখে। লেবু নিঃশ্বাসের গন্ধ কে দূর করে। প্রতিদিন লেবু জল পান করলে শরীর ও নিঃশ্বাস সতেজ থাকবে।

Advertisement

২) মেচেতা ও অন্যান্য দাগ থেকে মুক্তি: মধু আমাদের রক্তকে বিশুদ্ধ করে ত্বককে ভালো রাখে। সকালে লেবু ও মধু মিশ্রিত জল পান করলে ত্বক সতেজ হয়ে উঠবে। ত্বকের দাগ দূর হবে।

Advertisement
Advertisement

৩) পি এইচ ব্যালেন্স: ইউরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। লেবু ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে। লেবু আমাদের শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে।

৪) উজ্জ্বল ত্বক: প্রতিদিন এক গ্লাস মধু ও লেবুর জল আপনার ত্বককে করবে উজ্জ্বল। মধু ও লেবুর মিশ্রণ ত্বকে লাগালেও উপকার পাওয়া যায়।

৫) ব্যথা কমাতে সাহায্য করে: শরীরে জমে থাকা অ্যাসিড আমাদের নানা ব্যথার কারণ। প্রতিদিন লেবু জল পান করলে অ্যাসিড দূর হয়ে ব্যথা দূর হয়।

৬) ওজন কমাতে সাহায্য করে: ওজন বেশি হলে রোজ সকালে খালি পেটে মধু ও লেবুর শরবত পান করুন। এটি ওজন কমাতে খুবই কার্যকরী।

অন্যান্য উপকারিতা: মধু সর্দি ও কাশিতেও উপকারী। মধু শরীরকে গরম রাখে। ফলে সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

ঠোঁট ফাটার সমস্যাতেও মধু ও লেবুর রস উপকারী। মধু আমাদের শরীরে ক্লান্তিকে দূর করে। নিয়মিত মধু ও লেবুর জল সকালে পান করলে শরীরের ক্লান্তি দূর হয়।

Advertisement

Related Articles

Back to top button