ভাইরাল & ভিডিও

Dance Video: ‘জারা জারা’র তালে দুর্দান্ত বেলি নাচ এই নৃত্যশিল্পীর, প্রশংসায় হাজারো মানুষ

×
Advertisement

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

Advertisements
Advertisement

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দিপালী বশিষ্ঠ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক এই চর্চিত ভিডিওটি একবছর আগে ‘টুইন্স এন্টারটেইনমেন্ট’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেটি ৫০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে দিপালী বশিষ্ঠকে দুর্দান্ত বেলি নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে। এদিন উপযুক্ত নাচ পোশাকেই ছিলেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় হিট রোমান্টিক গান ‘জারা জারা’র তালেই দেখা মিলেছিল দিপালীর। গানটি শোনা গিয়েছিল প্রয়াত গায়ক কেকের কন্ঠে। উল্লেখ্য, এর আগেও দিপালীর একাধিক দক্ষ নাচের ভিডিও নজর কেড়েছে নেটজনতার একাংশের। এবারেও অন্যথা ঘটেনি তার। অবশ্য তার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।

Related Articles

Back to top button