Today Trending Newsদেশনিউজ

লকডাউনের সময় গাড়ি ও মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোলে মানতেই হবে এই নিয়মগুলি

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকলেও ২০ এপ্রিলের পর কিছু কিছু বিষয়ে ছাড় পাওয়া যাবে বলেও জানিয়েছিলেন তিনি। সেইমতো গতকাল কেন্দ্রের তরফে ২০ এপ্রিলের পর থেকে কি কি বিষয়ে ছাড় পাওয়া যাবে সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর মধ্যে আছে গাড়ি বা মোটরসাইকেল নিয়ে বেরোনোর কিছু নিয়মও।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০ এপ্রিলের পর থেকে দেশের যে এলাকা গুলো হটস্পট হিসেবে চিহ্নিত হয়নি সেখানে মানুষ মেডিক্যাল ইমার্জেন্সি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরোতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। এজন্য নিজের গাড়ি বা মোটরসাইকেল নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Advertisement

নিয়মে বলা হয়েছে যে, ব্যক্তিগত চারচাকা গাড়িতে কেবলমাত্র দুজন সফর করতে পারবেন। একজন ড্রাইভারের সিটে, অপরজন পিছনের সিটে। মোটরসাইকেল ও স্কুটারে একজন করেই সফর করতে হবে। একজনের বেশি মোটরসাইকেল বা স্কুটারে সফর করা যাবেনা। জরুরি পরিষেবার গাড়ির ক্ষেত্রেও কিছু নিয়ম আনা হয়েছে। জরুরি পরিষেবার গাড়ি গুলির ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতার ৩০-৪০ শতাংশ যাত্রী নেওয়া যাবে। অফিসে প্রবেশের আগে গাড়িগুলিকে ভালো করে স্যানিটাইজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button