নিউজরাজ্য

সকাল থেকেই মুখভার আকাশের, কোলকাতা সহ এই জেলাগুলি ভাসবে বৃষ্টিতে

গত পরশুর পর থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়

Advertisement
Advertisement

গত পরশুর পর থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তেমনটার অন্যথা হয়নি আজকেও। আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর অবশ্য গতকাল জানিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গেই থাকবে প্রবল ঝড়ো হাওয়া। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায় আজ ৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে চলেছে।

Advertisement

অন্যদিকে আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলছে। তাই এই বৃষ্টিপাত এখনই কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement

অন্যদিকে আবার বুধবার থেকে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেটি আরও শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই মে মাসের প্রথম দিকেই পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং তার জেরে সৃষ্ট ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

Related Articles

Back to top button