টেক বার্তা

BSNL এই সস্তার রিচার্জে পাবেন ২৮ দিনের বৈধতা, বিনামূল্যে ভয়েস কল ও আনলিমিটেড ইন্টারনেট, টেক্কা দেবে Jio Airtel কেও

5G পরিষেবা লঞ্চ করার আগে গ্রাহক টানতে একাধিক নতুন নতুন রিচার্জ প্যাক আনছে BSNL

Advertisement
Advertisement

দেশীয় এবং সরকারি টেলিকম কোম্পানি BSNL আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে তার 4G পরিষেবা শুরু করবে৷ কোম্পানি বছরের শেষ নাগাদ 4G নেটওয়ার্ককে 5G-তে রূপান্তর করার পরিকল্পনা করছে। 4G-5G শুরু করার আগে, BSNL গ্রাহক সংখ্যা বাড়াতে এবং Jio-Airtel-এর সাথে প্রতিযোগিতা করার জন্য নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করছে। কোম্পানি এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে আপনি খুব কম দামে পুরো মাসের জন্য আনলিমিটেড কলিং ও ইন্টারনেট ডাটা পাবেন। কি সেই প্ল্যান? জানতে আপনাকে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisement
Advertisement

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের BSNL-এর ১৩৯ টাকার প্ল্যানের কথা বলছি। কোম্পানির এই প্ল্যান Jio এবং Airtel এর থেকে অনেক সস্তা। আপনি BSNL-এর ১৩৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের বৈধতা পাবেন। যেকোনো নেটওয়ার্কের আপনি সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন। এর সাথে, আপনাকে পুরো মাসের জন্য ৪২ GB ডেটা অর্থাৎ প্রতিদিন ১.৫ GB করে ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, আপনি ৪০Kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন। ফ্রি কলিং এবং ডেটা ছাড়াও এই প্ল্যানে কোনও অতিরিক্ত পরিষেবা দেওয়া হয় না। দেশীয় কোম্পানির এই রিচার্জ প্যাক যে জিও বা এয়ারটেল এর মত বড় বড় কোম্পানিকে পিছনে ফেলে দেবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Advertisement

এছাড়া আপনাদের জানিয়ে একটি বিএসএনএলের আরেকটি ১৪৯ টাকার রিচার্জ প্যাক রয়েছে। এতেও আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। যেকোনো নেটওয়ার্কের আপনি সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন। এর সাথে, আপনাকে পুরো মাসের জন্য ৪২ GB ডেটা অর্থাৎ প্রতিদিন ১.৫ GB করে ইন্টারনেট ডেটা পাবেন। তবে তার পাশাপাশি ২৮ দিনের জন্য প্রতিদিন আপনি ১০০ টি করে বিনামূল্য এসএমএস করতে পারবেন। এই এসএমএস করার সুবিধা ১৩৯ টাকার প্ল্যানে নেই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button