Stock Market: ব্রোকারেজ পরামর্শ নিয়ে কিনে ফেলুন এই ৫ স্টক, রিটার্ন পাবেন ৩১ শতাংশ পর্যন্ত

বিগত কয়েক মাস ধরে দেশীয় বাজারে বেশ ভালোমতো ওঠানামা দেখা যাচ্ছে। গত ট্রেডিং সেশানে ১৪ই জুন এই বাজারগুলি লাভ এর সাথেই বন্ধ হয়েছিল। কর্পোরেটগুলি এখন বিনিয়োগের দিক থেকে বেশ আকর্ষণীয়…

Avatar

বিগত কয়েক মাস ধরে দেশীয় বাজারে বেশ ভালোমতো ওঠানামা দেখা যাচ্ছে। গত ট্রেডিং সেশানে ১৪ই জুন এই বাজারগুলি লাভ এর সাথেই বন্ধ হয়েছিল। কর্পোরেটগুলি এখন বিনিয়োগের দিক থেকে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর মধ্যে কয়েকটি স্টক ভারতের বাজারে এখন বেশ লাভজনক হয়ে উঠেছে। আজ এরকমই পাঁচটি স্টক এর ব্যাপারে আপনাদের জানাবো এই আর্টিকেলে। এই পাঁচটি স্টক আপনাকে বর্তমান মূল্যের থেকে ৩১ শতাংশ পর্যন্ত শক্তিশালী রিটার্ন দিতে পারে। তাহলে আর দেরি না করে জেনে নিন এই সমস্ত স্টক এর ব্যাপারে।

১. ওবেরয় রিয়েলটি

ব্রোকারেজ ফার্ম মতিলাল অসওয়াল সম্প্রতি ওবেরয়ে রিয়েলটি স্টক কেনার সুপারিশ দিয়েছে। এই শেয়ারের বর্তমান টার্গেট প্রাইস ১১৪০ টাকা। ১৪ জুন ২০২৩ তারিখে এই শেয়ারের দাম ছিল ১০১৭ টাকা। তাই এখন যদি এই স্টক আপনি কিনতে পারেন তাহলে ১২৩ টাকা বা ১২% পর্যন্ত রিটার্ন আপনি পেতে পারেন।

২. গোকালদাস এক্সপোর্ট

শেয়ার খান সম্প্রতি গোকালদাস এক্সপোর্টের স্টক কেনার পরামর্শ দিয়েছে। এই শেয়ারের লক্ষ্যমাত্রা ৬৩৫ টাকা। ১৪ জুন ২০২৩ তারিখে এই শেয়ারের দাম ছিল ৪৮৫ টাকা। এইভাবে বিনিয়োগকারীর ১৫০ টাকা বা ৩১ শতাংশ রিটার্ন পেতে পারেন।

৩. কেপিআর মিল

ব্রোকার ফার্ম শেয়ার খান সম্প্রতি কেপিআর মিলের স্টক কেনার পরামর্শ দিয়েছে। এই শেয়ারের লক্ষ্যমাত্রা ৮০০ টাকা। ১৪ জুন ২০২৩ তারিখে এই শেয়ারের দাম ছিল ৬৩৪ টাকা। এইভাবে বিনিয়োগকারীরা ১৬৬ টাকা বা ২৬ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

৪. হিমাৎসিংকা সিদে

শেয়ার খান সম্প্রতি এই কোম্পানির স্টক কেনার পরামর্শ দিয়েছে। এই শেয়ারের লক্ষ্য মাত্র ১৪০ টাকা। ১৩ জুন ২০২৩ তারিখে এই শেয়ারের দাম ছিল ১১৬ টাকা। এইভাবে বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ২৪ টাকা বা ২১ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

৫. এসপি অ্যাপিয়ারেল

শেয়ার খান সম্প্রতি এই কোম্পানির স্টক কেনার পরামর্শ দিয়েছে। এই স্টকের লক্ষ্যমাত্রা ৫১৫ টাকা। ১৪ জুন ২০২৩ তারিখে এই শেয়ারের দাম ছিল ৪১২ টাকা। এইভাবে বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ১০৩ টাকা বা ২৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন।