VIRAL: ‘শাড়ি খুলবো না আর কিস…’ অক্ষয়ের কাছে এই শর্ত রেখেছিলেন Raveena Tandon

এখনও 'টিপ টিপ বরসা পানি' গানটা কোথাও বেজে উঠলে কোমর দুলে ওঠে। কি অসাধারণ মিউজিক, গানের লিরিক্স আর কামোদ্দীপক প্রেজেন্টেশন। রবিনা ট্যান্ডন হলুদ শাড়িতে যেই ঝড় তুলেছিলেন দর্শক মনে, সেই…

Avatar

এখনও ‘টিপ টিপ বরসা পানি’ গানটা কোথাও বেজে উঠলে কোমর দুলে ওঠে। কি অসাধারণ মিউজিক, গানের লিরিক্স আর কামোদ্দীপক প্রেজেন্টেশন। রবিনা ট্যান্ডন হলুদ শাড়িতে যেই ঝড় তুলেছিলেন দর্শক মনে, সেই স্মৃতি আজও ভোলার নয়। এখনও টেলিভিশনে বা ইন্টারনেটের পাতায় অক্ষয়-রবিনার ‘টিপ টিপ বরসা পানি’ গানটি বেজে উঠলেই আগে নজর যায় অভিনেত্রীর দিকে। শাড়িতেও যে এত মোহময়ী হওয়া যায় সেটা রবিনা’কে (Raveena Tandon) না দেখলে বোঝার উপায় নেই।

আপনি জানেন কি এই গানের জন্য রবিনা পরিচালককে অনেকগুলো শর্ত দিয়েছিলেন? হাজারো শর্ত দেওয়ার পর রবিনা ওই গানের সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমারের সঙ্গে। অবশ্য, ৯০’এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রীর মধ্যে রবিনা ছিলেন অন্যতম। একাধিক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি, কিন্তু ১৯৯৪ এর ‘মোহরা’ ছবির ‘টিপ টিপ বরসা পানি’ তাকে বিশেষ পরিচিতি দেয়, আর ঠিক এই কারণেই একাধিক শর্তের মধ্যেও এই গানের পারফরম্যান্স মানুষের মনে ঝড় তোলে।

‘টিপ টিপ বরসা পানি’ গানটি শ্যুট করতে চাননি অভিনেত্রী। কারণ সেদিন তাঁর গায়ে যেমন জ্বর ছিল, তেমনই পিরিয়ডের ব্যথায় কাতর ছিলেন। কিন্তু, পরিচালক জোর করলে তিনি শ্যুট করতে রাজি হন। ঠিক সেই সময় একাধিক শর্ত দেন তিনি।

অভিনেত্রী রবিনা ট্যান্ডন প্রথম শর্ত রাখেন যে এই ধরনের কামোদ্দীপক গানে তিনি কোনোভাবেই শাড়ি খুলতে পারবেন না। এছাড়া কোনো রকম চুম্বন দৃশ্য তিনি করতে রাজি নন। এখানেই শেষ নয়, চুম্বন ছাড়া কোনো রকম যৌনতায় সুরসুড়ি দেওয়ার মতন দৃশ্য তিনি করবেন না। পরিচালক সব শর্ত মেনেই রবিনাকে অভিনয় করতে দেন ওই গানের সঙ্গে। কিন্তু, বিস্ময়ের ব্যাপার হল যে এতো শর্তের মধ্যেও টিপ টিপ বরসা পানি’ গানটি সুপার ডুপার হিট, এবং গানটি হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক বৃষ্টির গানগুলির মধ্যে একটি।