টেক বার্তা

৩৫০ সিসি সেগমেন্টে রাজ করছে Royal Enfield এর এই ৩ টি বাইক, দাম ১.৫ লাখ টাকা থেকে শুরু

৩৫০ সিসি সেগমেন্টে একাধিক কোম্পানি Royal Enfield এর সাথে প্রতিযোগিতাতে আসলেও কেউ টেক্কা দিতে পারছে না

Advertisement
Advertisement

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। আর তার মধ্যেই ৩৫০ সিসি সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। ৩৫০ সিসি সেগমেন্টে একাধিক কোম্পানি রয়াল এনফিল্ড এর সাথে প্রতিযোগিতাতে আসলেও গত সেপ্টেম্বর মাসের বিক্রি পরিসংখ্যান এটা স্পষ্ট করে দিয়েছে যে ভারতীয় বাজারে ৩৫০ সিসি সেগমেন্টে রাজ করছে রয়েল এনফিল্ড। আজকের এই প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে বিক্রি হওয়া রয়েল এনফিল্ডের তিনটি বাইক সম্বন্ধে জেনে নিন।

Advertisement
Advertisement

১) Royal Enfield Classic 350:

Advertisement

ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। নতুন এই রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ কোম্পানি এই ইঞ্জিনের সাথে একটি ৫-স্পীড গিয়ারবক্স দিয়েছে। নতুন ক্লাসিকটি ৯টি রঙে কেনা যাবে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই বাইক বিক্রি হয়েছে ২৭ হাজার ৫৭১ ইউনিট। গত বছরের তুলনায় এই সেপ্টেম্বর মাসে বিক্রির পরিমাণ বেড়েছে ১০১ শতাংশ।

Advertisement
Advertisement

২) Royal Enfield Hunter 350:

৩৫০ সিসি সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এই সেগমেন্টে বাইকটি এখন ভারতীয় বাজারে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। সকল বাইকপ্রেমী এই বাইকের উপর মন দিয়ে বসেছেন। রয়েল এনফিল্ড কোম্পানির কাছে সোনার ডিম পাড়া মুরগি এই হান্টার ৩৫০। গত সেপ্টেম্বর মাসে এই বাইকের সেল পরিসংখ্যান দেখলে আপনি অবাক হয়ে যেতে পারেন। এমনকি এই বাইক ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে গোটা ৩৫০ সিসি সেগমেন্টে মোটরসাইকেল বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আর এই পরিসংখ্যানের পিছনে বড় অবদান রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর। গত সেপ্টেম্বর মাসে এই বাইক বিক্রি হয়েছে ১৭ হাজার ১১৮ ইউনিট।

৩) Royal Enfield Meteor 350:

চলতি বছরের সেপ্টেম্বর মাসে তৃতীয় সবচেয়ে বেশি বিক্রি হওয়া রয়েল এনফিল্ড বাইক হল Royal Enfield Meteor 350। এটি কোম্পানির একটি ক্রুজার বাইক যা দীর্ঘমেয়াদী রাইডকে অনেক আরামদায়ক করে। গত সেপ্টেম্বর মাসে এই বাইক বিক্রি হয়েছে ১০ হাজার ৮৪০ ইউনিট।

Advertisement

Related Articles

Back to top button