অফবিটআন্তর্জাতিকমাইথোলজি

ভারতের বাইরে রয়েছে হিন্দু মন্দির, সেই রকম ৫ টি হিন্দু মন্দির সম্পর্কে জেনেনিন

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : হিন্দু ধর্ম হলো ভারতের সবচেয়ে পুরনো একটি ধর্ম। ভারতের হিন্দু মন্দির এর পাশাপাশি ভারতের বাইরে ছড়িয়ে আছে হিন্দু ধর্মের প্রমাণ হিসাবে নানান রকম হিন্দু মন্দির। এই মন্দিরগুলোর প্রত্যেকেরই একটা বেশ ইতিহাস রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের আরাধ্য দেবতা কি এবং কোথায় রয়েছে এই মন্দিরগুলি।

Advertisement
Advertisement

১) আঙ্কোরভাট, কম্বোডিয়া : কম্বোডিয়া তে রয়েছে এক অসাধারণ হিন্দু মন্দির। এটি দ্বাদশ শতকে তৈরি হয়। দ্বিতীয় সূর্য বর্মন এটি তৈরি করেন। ১৬২ হেক্টর এলাকাজুড়ে রয়েছে এই মন্দির চত্বর। এটি মূলত বিষ্ণুর মন্দির। ১৯৯২ সালে এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি জায়গা হিসাবে বিবেচিত হয়। অসাধারণ এই জায়গাটিতে আপনি যদি একবার যান আপনি ভুলেই যাবেন আপনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছেন।

Advertisement

Advertisement
Advertisement

২) পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু – নেপাল : নেপালের পশুপতিনাথ মন্দির টি অনেক পুরনো মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতা হলেন শিব। মন্দিরটি অবস্থিত বাগমতী নদীর তীরে। মন্দির চতুর্থী এতই বড় যে চত্বরের মধ্যেই রয়েছে আরো ছোট ছোট মন্দির আশ্রম শিলালিপি। মন্দির চত্বরটি ৬২৪ হেক্টর জুড়ে অবস্থিত যেখানে রয়েছে ৫১৮টি মন্দির। মহা শিবরাত্রির দিন এখানে বিশাল বড় উৎসব হয় যেখানে প্রায় লক্ষ্য লক্ষ্য মানুষ জমায়েত করেন। এই মন্দিরটিও ইউনেস্কোর একটি হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত।

৩) তানাহ লট মন্দির, বালি – ইন্দোনেশিয়া : যারা ফটো তুলতে ভালোবাসেন তারা এখানে কিন্তু অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করে আনতে পারেন। এটি বালিতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরের মূল আরাধ্য দেবতার ‘দেওয়া বরুণা’। যিনি হলেন সমুদ্র দেবতা। এই মন্দিরটি আপনাকে একেবারে টেনে নিয়ে যাবে ইন্দোনেশিয়াতে।

৪) রাধামাধব ধাম, টেক্সাস USA : এই মন্দিরটির আসল নাম ‘বর্ষণ ধাম’। এই মন্দিরের আরাধ্য দেবতা শ্রী কৃষ্ণ। এটি একটি বেশ পুরনো হিন্দু মন্দির যেটি টেক্সাসে অবস্থিত। টেক্সাস নর্থ আমেরিকা অবস্থিত একটি জায়গা। এই মন্দিরটি মূলত তৈরি করা হয়েছে আরাধনা এবং ধ্যান এর জন্য। পবিত্র ব্রজধাম হিসাবে এটি ভারতবর্ষকে এই বিদেশ-বিভুঁইয়ে তুলে ধরেছে। এখানে খুব ঘটা করে জন্মাষ্টমী পালন করা হয় যেখানে যোগ দেন গোটা উত্তর আমেরিকার মানুষজন।

৫) শ্রীকৃষ্ণ মন্দির, মাস্কাট ওমান : অসাধারণ এই মন্দিরটি তৈরি করা হয়েছে মাস্কাট এ। গুজরাটের কিছু বণিক ব্যবসাদার মানুষ বহুদিন থেকে ওইখানে থাকতেন, আর সেইখানে ওনারা তৈরি করেছিলেন এই মন্দিরটি তৈরি হয় ১৯৮৭ সালে। নবরাত্রির সময় এখানে বেশ ঘটা করে উৎসব পালন করা হয়।

শুধু ভারতেই নয় ভারতের বাইরে ও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভারতীয় নানা সংস্কৃতি ও সভ্যতার উদাহরণ। তা আপনি মন্দিরের কোনায় কোনায় গেলেই আপনি অনুভব করতে পারবেন। এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো খানিকটা সংস্কৃতি এবং সভ্যতা টা মিশ্রিত হয়ে গেছে সেই জায়গার সঙ্গে কিন্তু তা হলেও ভারতীয় সভ্যতা কে আপনি আলাদা করে ঠিকই দেখতে পাবেন।

Advertisement

Related Articles

Back to top button