ধীরে ধীরে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব, ভারতে আক্রান্তের সংখ্যা ২৯
এবার ভারতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, যা গতকাল ২৮ ছিল, তা বেড়ে হয়ে গেলো ২৯ জন। ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে নভেল করোনা ভাইরাস। ওই ২৯ জনের মধ্যে ১৬ জন ইতালির নাগরিক। ইতালির একটি দল রাজস্থান বেড়াতে আসে, পরে তাদের দেহে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। এমত অবস্থায় কেন্দ্র করোনা ভাইরাস থেকে বাঁচতে একাধিক সতর্কতা জারি করেছে।
গত বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একাধিক সতর্কতা ও পরামর্শ দিলেন করোনা ভাইরাস মোকাবিলায়৷ ওইদিন তিনি জানান, ভারতে করোনা ভাইরাসের প্রভাব রুখতে ৭৭টি বন্দরে সতর্কতা জারি করা হয়েছে৷ এছাড়াও আরও ২১টি বিমানবন্দরেও এহেন সতর্কতা জারি করেছে কেন্দ্র৷ বিমানবন্দরে যেসব বিদেশি যাত্রীরা আসছেন তাদের স্ক্রিনিংয় করার পর বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি দেওয়া হচ্ছে। সব কটি আন্তর্জাতিক বিমানেও চলছে নজরদারি৷
আরও পড়ুন : করোনা ভাইরাস থেকে বাঁচতে কি কি করবেন আর কি এড়িয়ে চলবেন
৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ৬ জন করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন৷ যা মাত্র দু দিনেই বেড়ে দাঁড়াল ২৯ এ৷ গত বুধবার একটি ভারতীয় ই-কমার্স সংস্থা জানিয়েছে, গুরগাঁও অফিসে তাদের এক কর্মীর দেহে মিলেছে এই মারণ ভাইরাস৷ এরপরেই দেশে আক্রান্তের সংখ্যা ২৯ হয়ে গিয়েছে৷ ওই সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই কর্মী কয়েক দিন আগেই ইতালি গিয়েছিলেন৷ এরপর সেখান থেকে ফিরেই তার শরীর খারাপ হয়৷ পরীক্ষায় দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত৷