দেশনিউজ

কাঁঠালের ওজন ৫১ কেজি, বিশ্ব রেকর্ডের দাবি জানালেন কৃষক

Advertisement
Advertisement

একটি কাঁঠালের ওজন পঞ্চাশের বেশি। এমন ছবি এর আগে দেখা যায়নি। কেরালার এক চাষীর বাড়িতে হওয়া কাঁঠালকে ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই চাষীর বাড়ির পেছনের বাগানের গাছে একটি বিশালাকার কাঁঠাল ধরেছে। যা দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসীরা। ওই কাঁঠালের ওজন ৫১.৪ কেজি বলে দাবি করেছেন ওই চাষী।

Advertisement
Advertisement

ভারতের দক্ষিণতম রাজ্য কেরালার কোল্লাম জেলায় এই ছবি দেখা গেছে। কোল্লাম জেলার এডামুলাকল গ্রামের এক কৃষকের বাড়ির পেছনের বাগানে ৫১.৪ কেজির ওই কাঁঠালটি ধরেছে। এত বড় কাঁঠাল শুধু কেরালা নয়, ভারতবর্ষের মানুষও দেখেননি বলে দাবি ওই কৃষকের। তিনি আরও দাবি করেছেন, বিশালাকার কাঁঠালের দিক থেকে এটি বিশ্বে রেকর্ড তৈরি করেছে। এই নিয়ে নির্দিষ্ট জায়গায় আবেদন জানাবেন বলে জানিয়েছেন ওই কৃষকের পরিবার।

Advertisement

Advertisement
Advertisement

ওই কৃষক পরিবারের সদস্য জনকুট্টি সাংবাদিকদের বলেন, ‘এত বড় কাঁঠাল আগে কখনও দেখিনি। এর আগে পুনেতে একটি কাঁঠাল পাওয়া গিয়েছিল যার ওজন ছিল ৪২.৭২ কেজি। কিন্তু এই কাঁঠালটি তাকে ছাপিয়ে গিয়েছে। বিশ্বে সবচেয়ে বড় এই কাঁঠালটি। তাই আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা বুকস অফ রেকর্ডের কাছে আবেদন জানাবো, যাতে এই কাঁঠালটি বিশ্ব রেকর্ডে জায়গা করে নিতে পারে।’

Advertisement

Related Articles

Back to top button