Today Trending Newsদেশনিউজ

ফের আদালতের দ্বারস্থ নির্ভয়াকান্ডের অপরাধীরা, ফাঁসি কার্যকর নিয়ে সংশয়

×
Advertisement

২০ তারিখ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়াকান্ডের অপরাধী মুকেশ, বিনয়, পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরের ফাঁসির রায় ঘোষণা করেছে আদালত। তবে এই সাজা কার্যকর হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে, কারণ আরও একবার কিউরেটিভ পিটিশন ও ক্ষমার আর্জি জানাতে চায় নির্ভয়াকাণ্ডে অন্যতম অপরাধী মুকেশ সিংহ।

Advertisements
Advertisement

তার আইনজীবী দাবী করেছেন যে মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার সাতদিনের মধ্যে কিউরেটিভ পিটিশন দাখিল করতে হয়। তবে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর তিন বছর পর্যন্ত কিউরেটিভ পিটিশন দায়ের করা যায়। যেহেতু ২০১৮ সালের জুলাইয়ে মুকেশের রিভিউ পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট তাহলে হিসেব মতো ২০২১ সালের জুলাই পর্যন্ত কিউরেটিভ পিটিশন ও ক্ষমার আর্জি জানানো যেতে পারে।তার এই আর্জি শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।

Advertisements

আরও পড়ুন : রাজারহাটে তৈরী হচ্ছে আইসোলেশন সেন্টার, জানালেন মুখ্যমন্ত্রী

Advertisements
Advertisement

তবে এখানেই শেষ নয় এই মামলার সাজা পাওয়া অন্য এক অপরাধী বিনয় শর্মার আইনজীবী এ পি সিংহ আরও একবার দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার মতে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের খারিজ করা আর্জিতে অনেক পদ্ধতিগত ভুল ছিল
কারণ তার কাছে যে আর্জিটি পাঠানো হয়েছিল, সেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের সই ছিল না। এছাড়াও তিনি বলেন এতে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে।এরপর এই আর্জি শুনতে রাজি হয়েছে। এরফলে অপরাধীদের সাজা কার্যকর হবে কিনা তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Related Articles

Back to top button