দেশনিউজ

বদলে যেতে পারে দেশের নাম, জানা যাবে ২ রা জুন

Advertisement
Advertisement

এক দেশ এক রেশন কার্ড নিয়ে শোরগোল বেঁধেছে আগেই। এবার এক দেশ এক নাম নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিমকোর্ট। দিল্লির এক ব্যক্তি সুপ্রিমকোর্টে মামলা করে জানতে চেয়েছেন, এক দেশ এক রেশন কার্ড যদি হত পারে, তাহলে এক দেশ এক নাম হবে না কেন? কেনই বা থাকবে একটি দেশের দু’টি নাম? আগামী ২ রা জুন এই মামলায় শুনানি হবে সুপ্রিমকোর্টে।

Advertisement
Advertisement

সূত্রের খবর, সেদিনের আলোচনায় উঠে আসতে পারে ভারত, ইন্ডিয়া ও হিন্দুস্তান – এই তিনটি নামই। তবে ভারত নামের পাল্লা ভারী বলে জানা গেছে। এ বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে আদালত। কেন্দ্রের বক্তব্য হলফনামার আকারে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

ভারতবর্ষ বাংলায় বলা হলেও ইংরেজি বলতে হলে ইন্ডিয়া ব্যবহার করতে হয়। এতদিন এটাই চলে আসছে। এবার সেই ধারণার পরিবর্তন ঘটতে পারে। ২ রা জুন ঠিক হবে আগামী দিনে কী নামে ডাকা হবে ভারতবর্ষকে। তবে দেশের একটা বড় অংশ ভারতবর্ষের নাম হিন্দুস্তান করার দাবি করলেও তাদের সে আশা পূর্ণ হবে না বলেই মনে হচ্ছে। কারণ, এখনও পর্যন্ত ভারত নামের পক্ষেই পাল্লা ভারী বলে জানা গেছে। মামলাকারী নিজেও ভারত নামের পক্ষেই সওয়াল করেছেন। তার দাবি, ভারত নামের মধ্যে অনেক নষ্টালজিয়া লুকিয়ে রয়েছে। তবে, ইন্ডিয়া নাম আর থাকছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button