দেশনিউজ

শুধু ফসলে নয়, বিমান চলাচলেও পঙ্গপালের আতঙ্ক, রয়েছে বড়সড় বিপদের আশঙ্কা

Advertisement
Advertisement

পাকিস্তান থেকে আসা পঙ্গপালের হানায় দেশের পাঁচ রাজ্য প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। তবে এবার আরেক আশঙ্কার খবর শোনালো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। শুধু ফসলের নয়, বিমানযাত্রার জন্য ও এই পঙ্গপাল যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিমান ওঠানামার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করতে পারে এই পঙ্গপালের দল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমান ওঠানামা কৰা সময় হঠাৎ করে পঙ্গপাল চলে এলে তা বিরাট ক্ষতি করতে পারে। এই জন্য যে সমস্ত জায়গাতে পঙ্গপাল হানা দিয়েছে, সেই জায়গাতে বিমান ওঠানামার ক্ষেত্রেও অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Advertisement
Advertisement

দেশের পাঁচ রাজ্য তথা রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পঞ্জাব পঙ্গপালের জেরে প্রবল ক্ষতি হয়েছে। খুব দ্রুত দিল্লি ও মুম্বাইতেও পঙ্গপালের হানার আশঙ্কা রয়েছে। এই পঙ্গপালের ঝাঁক বিমানের ইঞ্জিন বা অন্যান্য কোনো অংশে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বিমানের ইঞ্জিন ও এয়ার কন্ডিশনার ব্যবস্থা বিকল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

তাই শুক্রবার একটি সার্কুলার জারি করা হয়েছে। এই পঙ্গপালের জন্য বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। তাই বিমান ওঠা নামা করার ক্ষেত্রেই সবচেয়ে বেশি বিপদের সম্ভাবনা থাকে। সেদিকে বিশেষ নজরদারি রাখতে বলেছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button