কৌশিক পোল্ল্যে: চলে গেলেন সলমান খানের আদরের ভাইপো আবদুল্লা খান। মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের দেশে চিরতরে বিলীন হয়ে যায় বলিউডি খান পরিবারের একনিষ্ঠ সদস্য, বয়স হয়েছিল ৩৮ বছর।
দীর্ঘদিন নানারকম শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন ধীরুভাই আম্বানি হসপিটালে। জানা গিয়েছে তার ব্লাডসুগারের সমস্যা ছিল। দুদিন আগেই ফুসফুসজনিত সমস্যায় তার শারীরিক অবনতি হওয়ায়, মুম্বাইয়ের লীলাবতী হসপিটালের তাকে ভর্তি করানো হয়, তবে এই পরিবর্তন বিশেষ ফলপ্রসু হয়নি, হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অাবদুল্লাহ।
সেলেব পরিবারের সদস্য ছাড়াও ফিটনেস ফ্রিক হিসেবে বিশেষ পরিচিত ছিলেন তিনি। বডিবিল্ডিংয়েও বিশেষ আগ্রহ রাখতেন যা তার পেশিবহুল ও সুঠাম শরীর দেখলেই অনুমান করা যায়। তবে সলমানের বক্তব্য, নিয়মিত জিম করলেও ওর শরীরে নানান রোগ বাসা বেঁধেছিল, যে কারনে ও প্রায়ই অসুস্থ হয়ে পড়ত।
আবদুল্লার মৃত্যুতে শোকে ভেঙে পড়েন সলমানসহ খান পরিবারের সকলে, সেই সঙ্গে তার পরিচিত ও ঘনিষ্ঠজনেরাও শোকে বিহ্বল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সলমান একটি পোস্টও করেছেন। আবদুল্লার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সলমান লেখেন, সর্বদা তোমায় ভালোবাসবো। মিস করব, অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার মৃত্যুতে সলমানের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী ও গায়িকা ইউলিয়া ভান্তুর শোকব্যক্ত করে আবদুল্লার ছবি পোস্ট করে সমবেদনা জানিয়েছেন।