Today Trending Newsদেশনিউজ

‘আমরা JNU তে হামলা চালিয়েছি’, ঘটনার দায় স্বীকার এই দলের

Advertisement
Advertisement

প্রীতম দাস : রাতের অন্ধকারে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনায় সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জে এন ইউ এর এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর জখম হন। তার আহত ও রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় পাবলিশ হতেই ভাইরাল হয়ে যায়।

Advertisement
Advertisement

দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে , কে বা কারা রাতের অন্ধকারে জেএনইউ তে ঢুকে হামলা চালালো তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে যায়। অবশেষে জেএনইউ তে হামলার ঘটনার দায় স্বীকার নিল হিন্দু রক্ষা দল। রীতিমত ভিডিও প্রকাশ করে দলের চিফ পিঙ্কি চৌধুরী জানান , জেএনইউ তে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ চলে, আমরা এটাকে বরদাস্ত করব না। আমরা জেএনইউ তে হামলার ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করছি ও এই ঘটনা যারা ঘটিয়েছে তারা আমাদেরই কর্মী।

Advertisement

আরও পড়ুন : বামেদের দেখানো পথেই চলছে ছাত্র রাজনীতি, বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

Advertisement
Advertisement

জেএনইউ এর ঘটনায় ছাত্রসংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ আরো ৩০ জন আহত হন। বহিরাগতরা তাদের উপর লাঠি ও রড নিয়ে হামলা করে বলে অভিযোগ করে তারা। তাদেরকে এইমস এর ট্রমা বিভাগে ভর্তি করা হয়।

Advertisement

Related Articles

Back to top button