ক্রিকেটখেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে

Advertisement
Advertisement

এশিয়ার সেরা ক্রিকেট দল খুঁজে নেওয়া‌ হবে দুবাইতে অর্থাৎ সেপ্টেম্বরে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে দুবাইতে। মুখোমুখি হবে এশিয়ার অন্যান্য দল গুলি সহ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সংক্ষেপে এসিসি এর মিটিংয়ে যোগ দিতে যাওয়ার আগে বাংলা ক্রিকেট সংস্থার প্রধান কার্যালয় এবং ভারতের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনে দাঁড়িয়ে একথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাইয়ের মাটিতে খেলতে দুটি দেশেরই কোন আপত্তি নেই বলেও জানান তিনি।

Advertisement
Advertisement

দুই দেশের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকার জন্য আইসিসি টুর্নামেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে ক্রিকেট মাঠে একসাথে দেখা যায় না।২০১২-১৩ সালে শেষবারের মতো সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান এরপর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেননি তারা। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট খেলতে দেখা যায় তাদের। যদিও এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। বহু বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরায় তারা বড়োসড়ো একটি টুর্নামেন্ট আয়োজনের আশায় বুক বেঁধে ছিল কিন্তু ভারত নিরাপত্তার অভাবজনিত কারণে পাকিস্তানের মাটিতে খেলতে বেঁকে বসে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, কোন নিরপেক্ষ স্থানে এশিয়া কাপ আয়োজন করা হবে তাতেই আপত্তি নেই দুটি দেশেরই।

Advertisement

আরও পড়ুন : ব্যর্থ ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে ২৫০ পেড়োতে পারল না ভারত 

Advertisement
Advertisement

এশিয়া কাপ ছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় আজ হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন মহিলা ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ হন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শনের জন্য তাদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন তিনি। এর পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের হারের বিষয়ে প্রশ্ন করা হয় সৌরভকে। তিনি আশাবাদী যে ভারত দ্বিতীয় ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করবে এবং এই কাজ তারা আগেও অনেকবার করেছে। তবে ইডেনে বাংলা-কর্নাটকের রঞ্জি সেমিফাইনালের বিষয়ে তিনি বেশি কিছু বলতে চাননি। তিনি বলেছেন দুটি দলের মধ্যে যে দল ভালো খেলবে তারাই ফাইনালে পৌঁছবে।

Advertisement

Related Articles

Back to top button