Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৪২৫, আতঙ্কে ভারতও

Advertisement
Advertisement

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে চীন জুড়ে। ক্রমশ মহামারির আকার নিচ্ছে এই ভাইরাস। সোমবার যে সংখ্যা ৩৬২ টি’তে ছিল মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে হয় ৪২৫। সমগ্র চীন জুড়ে ১৭,০০০ এর’ও বেশি আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এদিকে চীনের পাশাপাশি বিশ্বের আরও নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

Advertisement
Advertisement

চীনের উহান প্রদেশ যেখান থেকে এই ভাইরাস প্রথমবার ছড়িয়েছিল সেখানে পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। বরং উহানের আশেপাশের একাধিক শহরেও ছড়িয়েছে এই ভাইরাস। এর আগে সার্স ভাইরাসে ৩৫০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা সেসব ছাড়িয়ে গেলো। ভারতেও ক্রমশ ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। কেরালায় তিনজনের দেহে এই ভাইরাসের উপস্থিতির প্ৰমাণ পাওয়া গেছে।

Advertisement

আরও পড়ুন : দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ফিরছে AAP : সমীক্ষা

Advertisement
Advertisement

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত এই উপসর্গ নিয়ে ভর্তি হন সোমবার। জানা গেছে ওই ব্যক্তি চীনের হুয়ান প্রদেশ থেকে ফিরেছিলেন। তার রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। চীনে বিভিন্ন দেশ গুলি থেকে মানুষ যাওয়া ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। অনেক উড়ান সংস্থাই তাদের বিমান পাঠাচ্ছে না চীনে। এই মারণ রোগের হাত থেকে কবে বাঁচা যাবে সেই বিষয়ে আশার আলো দেখছেন না কেউই।

Advertisement

Related Articles

Back to top button