দেশনিউজ

প্রজাতন্ত্র দিবসে অযোধ্যায় পতাকা উত্তোলন, শুরু হল মসজিদ তৈরির কাজ

Advertisement
Advertisement

অযোধ্যায় (Ayodhya) মসজিদ তৈরির জন্য বিকল্প জমি দিতে হবে, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) একটি রায়ে এ কথা বলেছিল। সেই মসজিদ তৈরির কাজ আজ, মঙ্গলবার (Tuesday) ভারতের (India) ৭২তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) শুরু হল। কাজ শুরু করার আগে জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করা হল। রোপণ করা হল গাছ। অযোধ্যায় ধন্নিপুর গ্রামে মসজিদ তৈরি করবেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সদস্যরা। মসজিদের জন্য পাঁচ একর জায়গা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

এদিন সকাল পৌনে ন’টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি। ট্রাস্টের ১২ জন সদস্য প্রত্যেকে একটি করে গাছ রোপণ করেন। ফারুকি বলেন, ‘আমরা সয়েল টেস্টিং-এর কাজ শুরু করলাম। অর্থাত্‍ মসজিদ নির্মাণের টেকনিক্যাল কাজ শুরু হল। সয়েল টেস্টিং রিপোর্ট আসার পরে আমাদের নকশা যদি অনুমোদিত হয়, তাহলে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।’

Advertisement

মসজিদ তৈরির জন্য ট্রাস্ট ডোনেশন চেয়েছে। ইতিমধ্যে অনেকে অনুদান দিয়েছেন। গত মাসে ট্রাস্টের পক্ষ থেকে মসজিদের একটি নকশা প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, মসজিদে একটি বিশাল কাচের গম্বুজ থাকবে। তার চারপাশে থাকবে সুন্দর বাগান।

Advertisement
Advertisement

মসজিদের নাম এখনও স্থির হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও সম্রাটের নামে মসজিদ তৈরি হবে না। মসজিদ তৈরির প্রথম পর্যায়ে একটি হাসপাতালও তৈরি করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ চলার সময় হাসপাতালের আয়তন বাড়ানো হবে। ট্রাস্টের সচিব আতহার হুসেন বলেন, ‘হাসপাতাল চত্বরে থাকবে কমিউনিটি কিচেন। সেখানে রোজ ১ হাজার মানুষ খেতে পারবেন।’

Advertisement

Related Articles

Back to top button